সিনেমার তারকাদের আয়ের অন্যতম বড় উৎস হল, বিজ্ঞাপনের শ্যুট। বিশেষ করে ব্র্যান্ড ফেস হয়ে বছরে লাখ থেকে কোটি টাকা অবধি আয় করেন তাঁরা। এমনকী, যে কোনো ব্র্যান্ডের ফেস বাছাইয়ের ক্ষেত্রেও বেশ কিছু জিনিস মাথায় রাখা হয়। সবসময় দেখা হয় যাতে, অ্যাম্বাসেডররা সেই বিশেষ পন্যের জন্য উপযুক্ত ও বিশ্বাসযোগ্য হন।
২০২৩ সালে, বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ানকে ম্যানফোর্স কনডমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নেওয়া হয়েছিল। ম্যানকাইন্ড ফার্মার ম্যানেজিং ডিরেক্টর তথা সহ-প্রতিষ্ঠাতা রাজীব জুনেজা জানিয়েছেন, কেন কার্তিককে বাছা হয়েছিল। সঙ্গে এরপর কোন তারকারা তাঁর ব্র্যান্ডের জন্য উপষুক্ত হবেন, খোলসা করলেন সেটাও।
আরও পড়ুন: ‘আলাদা আলাদা হানিমুন করব…’! মধুচন্দ্রিমায় শ্বেতার পছন্দ পুরী, রুবেল কোথায় যাবে?
সম্প্রতি রাজ শামানির পডকাস্টে রাজীব জুনেজা কন্ডোম ব্র্যান্ডের প্রাক্তন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সানি লিওনের পরিবর্তে কার্তিক আরিয়ানকে বেছে নেওয়ার বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন, ‘কার্তিক আরিয়ানকে নেওয়ার বড় কারণ ছিল একটু পুরুষদের মধ্যে ছাপ ফেলা’। এরপর যখন প্রশ্ন করা হয়, বর্তমান সময়ের কোন হিরো ও হিরোইন তাঁর মতে কন্ডোমের বিজ্ঞাপনের জন্য একদম আদর্শ মনে করেন তিনি, জবাবে আসে দুটো নাম, জাহ্নবী কাপুর ও রণবীর সিং। যদিও রাজীব জুনেজা জানান, দুজনের কাছেই এই প্রস্তাব নয়ে গিয়েছিলেন তিনি, তবে সহমত হননি তাঁরা।
আরও পড়ুন: সৃজনের পর ফের বাদ বাংলার মেয়ে রঞ্জিনী! ইন্ডিয়ান আইডল ‘বাঙালির সঙ্গে একচোখামি করছে’, দাবি দর্শকের
আর নতুন অভিনেতাদের মধ্যে কন্ডোমের বিজ্ঞাপনের জন্য কে আদর্শ, জানতে চাওয়া হলে জবাব আসে ‘কিল’-এর অভিনেতা অভিনেতা লক্ষ্য লালওয়ানির নাম।
প্রেগানিউজ প্রেগন্যান্সি কিট-এর ব্র্যান্ড অ্য়াম্বাসেডর, বিরাট কোহলি-র স্ত্রী অনুষ্কা শর্মা সম্পর্কে তিনি জানান, ‘পেশাদার আর শৃঙ্খলাপূর্ণ’। সঙ্গে আরও বলতে শোনা যায় যে, পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে দীপিকা পাড়ুকোনও খুব ভালো পছন্দ। কারণ তিনি দিনকয়েক আগেই মেয়ে দুয়ার জন্ম নিয়েছেন।
আরও পড়ুন: ‘বাস্তবে যে কী রূপ ধারণ করব…’! দিদি নম্বর ১-এ এসে নিজের কোন ভয় জানালেন জগদ্ধাত্রীর শাশুড়ি
তাহলে কী এবার অনুষ্কার বদলে এই প্রেগন্যান্সি কিটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে দীপিকাকে? জাবাবে রাজীব জুনেজা জানালেন, ‘না সাইন করিনি। হয়তো তাঁর চাওয়া (পারিশ্রমিক) আমাদের জন্য একটু বেশি (ওভার বাজেট) হয়ে গিয়েছে।’