
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মালাইকা আরোরা, যিনি ২০১৭ সালে আলাদা হয়ে যান আরবাজ খানের থেকে, সম্প্রতি কথা বললেন ব্রেকআপ বা ডিভোর্সের পর নতুন করে জীবন শুরু করা মহিলাদের জবন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে। বারবার অর্জুন কাপুরের সাথে সম্পর্কের কারণে ট্রোলড হন তিনি। সঙ্গে বয়সে ছোট প্রেমিক থাকলে কীভাবে সম্পর্ক ‘অপবিত্র’ হয়ে যায়, তা নিয়েও কথা বলতে শোনা গেল তাঁকে।
মালাইকার এখন বয়স ৪৮, অর্জুন কাপুর ৩৬। বেশ কিছু বছর ধরেই তাঁরা সম্পর্কে আছেন। কিছুদিন এই খবর চেপে রাখার পর, ২০১৯ সালে মালাইকা ব্যাপারটা ইনস্টাগ্রামে অফিসিয়াল করেন প্রেমিকের জন্মদিনে রোম্যান্টিক ছবি আর ক্যাপশন দিয়ে। মালাইকার মতে, বয়স নিয়ে এভাবে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবনা রাখা আসলে নারীবিদ্দেষেরই একটা ফল। আরও পড়ুন: বুকের ওপর ঠেস দিয়ে মালাইকাকে নিয়ে মিরর সেলফি অর্জুনের, মুখ খুললেন ব্রেকআপ নিয়ে
Hello Magazine-কে দেওয়া সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘ডিভোর্স বা বিচ্ছেদের পর মহিলাদের নতুন করে সব শুরু করা খুব গুরুত্বপূর্ণ… মেয়েদের নতুন সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে এমনিতেই একটা নারীবিদ্বেষী চিন্তাভাবনা রয়েছে কারও কারও। বয়সে বড় মেয়ের ছোট প্রেমিক আমাদের সমাজে এখনও অপবিত্র হিসেবেই মানা হয়।’
এর আগে HT-কে দেওয়া সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছিলেন আরবাজ খানের সাথে ডিভোর্সের পর মালাইকা নিশ্চিত ছিলেন না নতুন করে প্রেমে পড়া, সম্পর্কে জড়ানো তাঁর পক্ষে কতটা সম্ভব। ২০১৯ সালের সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ে ভাঙার পর আমি নিশ্চিতই ছিলাম না নতুন করে কারওর সাথে সম্পর্কে আসা আমার পক্ষে সম্ভব হবে কি না! আবার হৃদয় ভাঙার ভয় আমি পেয়েছিলাম। তবে আমি চাইতাম ভালোবাসা, একটা সম্পর্ক, তাই আমি এটাকে একটা সুযোগ দেই। ভাগ্যিস আমি সেই সুযোগ দিয়েছিলাম।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports