‘আদিপুরুষ’-এর প্রদর্শন নিষিদ্ধ হোক, এই মর্মে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের হয়েছে কয়েকদিন আগেই। এই মামলায় বুধবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)কে ব্যক্তিগত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। পাশাপাশি, এদিন শুনানির সময় বিচারপতি রাজেশ সিং চৌহান ও শ্রী প্রকাশ সিং-এর বেঞ্চ চলচ্চিত্র নির্মাতাদের ধর্মীয় গ্রন্থের উপর সিনেমা না বানানোর পরামর্শ দেয়।
বুধবার ফের কুরুচিপূর্ণ ও নিম্নমানের সংলাপ, থেকে নিন্মমানের চরিত্রায়ন, সবকিছু নিয়েই 'আদিপুরুষ' নির্মাতাদের তুলোধনা করে এলাহবাদ হাইকোর্ট। বিচারপতি রাজেশ সিং চৌহান ও শ্রী প্রকাশ সিং-এর বেঞ্চ নির্মাতাদের বলে, ‘আপনাদের কোরান, বাইবেলের উপরও সিনেমা বানানো উচিত নয়। আমরা স্পষ্ট জানাচ্ছি, কোনও ধর্মকেই স্পর্শ করা উচিত নয়। কোনও ধর্মকেই ভুলভাবে তুলে ধরবেন না। আদালতের কোনও ধর্ম নেই।’
আরও পড়ুন-‘এটা কেমন পাসুরি রে ভাই!’ অরিজিতের ‘পাসুরি’ শুনে কটাক্ষ শোয়েবের
আরও পড়ুন-'আমি বুড়ো মানুষ…এসব শুনলে কান্না পায়', সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ভাঙায় মুখ খুললেন সুমন
আরও পড়ুন-'আমি বুড়ো মানুষ…এসব শুনলে কান্না পায়', সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ভাঙায় মুখ খুললেন সুমন
শুনানি শেষে বিচারপতি বিচারপতি রাজেশ সিং চৌহান মৌখিকভাবে বলেন, 'নির্মাতারা খালি টাকা রোজগার করতে চান। ভুল তথ্য দিয়ে যদি কোরানের উপর তথ্যচিত্র বানান, তারপর দেখতে পাবেন কী ঘটে!'