ছেলেবেলায় বেশ চুপচাপ থাকার দরুণ 'অহংকারী'-র খেতাব পেয়েছিলেন মাধুরী দীক্ষিত। এই কথা আর কেউ নয়, স্বয়ং নিজেই জানালেন মাধুরী। তারকা-অভিনেত্রী আরও জানান যে ছোটবেলায় তিনি যথেষ্ট লাজুক থাকলেও যখনই মঞ্চে উঠতেন, বাকি সব ভুলে যেতেন। এতটাই নিজের পারফর্মেন্স-এর প্রতি তিনি বুঁদ থাকতেন। বর্তমানে নেটমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের নানান টুকিটাকি ব্যাপার তাঁর ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করে নেন মাধুরী। মাধুরীর ইনস্টাগ্রামের পেজে চোখ বললেই দেখা যাবে প্রায়শই স্বামী ডা.শ্রীরাম নেনে এবং তাঁদের দুই সন্তানের সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ঝলক ফ্যানদের শেয়ার করেছেন তিনি।প্রায় চল্লিশ বছর বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের নয়া সিরিজ ‘দ্য ফেম গেম’-এর সঙ্গে নতুন জার্নি শুরু হল মাধুরীর। সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন মাধুরী। পরিচালনায় বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলি। সুপারস্টার অনামিকা আনন্দেকে ঘিরেই আবর্তিত হবে 'দ্য ফেম গেম'-এর কাহিনি।সম্প্রতি, হার্পার বাজার-কে দেওয়া এক সাক্ষাতকারে মাধুরী জানিয়েছেন এমনিতে চুপচাপ প্রকৃতির হলেও মজা করতে বেশ ভালোবাসেন তিনি। এ প্রসঙ্গে 'ধক ধক গার্ল' বলেছেন, 'ছোটবেলাতে চটপটে থাকলেও বেশ লাজুক ছিলাম। খুব একটা বেশি কথাবার্তা বলতাম না সবার সঙ্গে। ফলে, অহংকারী হিসেবে আমার বদনাম হয়ে গিয়েছিল। কিন্তু যখন মঞ্চে উঠতাম বাকি সবকিছু ভুলে যেতাম। মনে হত, আমি আর আমার মধ্যে নেই। একটা কিছু পরিবর্তন হয়ে যেত। সেই সময় এটাই ভাবতাম একমাত্র এটাই সেই জায়গা যেখানে নিজেকে সবথেকে ভালো করে প্রকাশ করতে পারব।'সামান্য থেমে মাধুরীর সংযোজন, 'বিশ্বাস করুন, আমি কিন্তু দারুণ মজা করতে ভালোবাসি, হাসি-আড্ডায় মেতে উঠি। মাঝেমধ্যে চুপচাপ থাকা পছন্দ করলেও এমনটি মোটেও নয় যে কেউ কথা বলতে এলে আমি কথা বলব না। বা মুখ ঘুরিয়ে চলে যাব।'