দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন ২০২৪। ফলাফল বেরোবে ৪ঠা জুন। সব মিলিয়ে টানটান উত্তেজনা দেশজুড়ে। কী হবে ওইদিন? প্রধানমন্ত্রী কি তার গদি ধরে রাখতে পারবেন? নাকি তা হস্তান্তর হবে অন্য কারও কাছে? পুরো দেশবাসী অপেক্ষা করে আছে সেটিই দেখার জন্য। এর মধ্যেই বিশিষ্ট গায়ক লাকি আলির একটি পোস্ট পরিস্থিতি উস্কে দিল অনেকটাই।
নিজের এক্স হ্যান্ডেলে সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। তিনি লিখেছেন,‘আগামী ৪ঠা জুন আসুন এবং এইদিন সমগ্র দেশের পরিবেশ ইতিবাচক হয়ে উঠবে আর নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধে নেতিবাচক ঘৃণা ভরা এই অন্ধকার দিনগুলিও শীঘ্রই কেটে যাবে, ইনশাল্লাহ’।
পোস্টটি ভাইরাল হয় নিমেষেই।প্রায় ১৫০০ এর কাছাকাছি শেয়ার হয় এটি। বুঝতে দ্বিধা নেই তিনি এই পোস্টের মাধ্যমে আগামীলোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফলের কথা উল্লেখ করেছেন। তিনি মনে করছেন এইদিন দেশে এক আমূল পরিবর্তন আসতে চলেছে। তাহলে পরোক্ষভাবে এই কটাক্ষ কী তিনি প্রধানমন্ত্রীকে করেছেন? উত্তর অধরাই।

এর আগে, ব্রাহ্মণশ্রেণীদের নিয়ে একটি বিতর্কমূলক পোস্ট করে রোষের মুখে পড়েন তিনি। সেখানে তিনি বলেন, ‘ব্রাহ্মণ শব্দের উৎস ব্রহ্ম যা আব্রাম থেকে এসেছে… সেটি আবার আব্রাহাম বা ইব্রাহিম থেকে নেওয়া হয়েছে। তাই ব্রাহ্মণরা ইব্রাহিম আলাহিসলামের উত্তরসূরি। যিনি সমগ্র বিশ্বের অধিপতি। তাহলে কোনও কারণ ছাড়া নিজেদের মধ্যে এত লড়াই ও ঝগড়া কেন?’
এই পোস্টের পরই শুরু হয় নিন্দার ঝড়। নেট দুনিয়ায় প্রবল রোষের মুখে পরে পরবর্তীকালে পোস্টটি মুছেও ফেলেন তিনি।এরপর আরেকটি পোস্টের মাধ্যমে তিনি ক্ষমাও চেয়ে নেন।
লাকি আলি বলিউডের বিখ্যাত অভিনেতা-গায়ক প্রয়াত মেহমুদের ছেলে। তিনি ১৯৯৬ সালে হিট অ্যালবাম সুনোহ দিয়ে সঙ্গীতের জগতে পদার্পণ করেন এবং যেতেন পরপর অসংখ্য পুরস্কার।এর আগে বাবার হাত ধরে বলিউডে শিশু শিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি দিয়েছিলেন। তার প্রথম সিনেমা ছিল ‘ছোটে নাওয়াদ’ যা মুক্তি পায় ১৯৬২ সালে। পরবর্তীকালে ৭০ এবং ৮০-এর দশকে ‘ইয়ে হ্যায় জিন্দেগি’, ‘হামারে তুমহারে’, ‘ত্রিকাল’, ‘সুর’, ‘কাঁটে’ এবং ‘কসাক’-এর মতো সিনেমায় অভিনয় করেন। এরপর দীর্ঘদিন তাঁকে সিনেমায় দেখা যায়নি। ৭০ বছর বয়সেও এসেও দেশ ও বিদেশে একাধিক লাইভ শো করেন তিনি । সংগীতজগতে তাঁর জনপ্রিয়তা আজও তুঙ্গে।