‘বিব বস ওটিটি’-র ঘরে ঢোকার পর থেকেই খবরের শিরোনামে শমিতা শেট্টি। যদিও খানিকটা ভুল হল, বলা যায় রাজ কুন্দ্রার গ্রেফতারের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিল্পার সঙ্গে শমিতাও। রাজের সঙ্গে সম্পর্কের রসায়ন, রাজের অ্যাপে তাঁর অভিনয়-- খবর হয়েছে নানা কিছু। আর এসবের মাঝেই ‘মহব্বতেঁ’ অভিনেত্রী পৌঁছে গেলেন বিগ বস ১৫-তে। জামাইবাবু জেলে থাকা সত্ত্বেও শিল্পার বিগ বসে আসা সকলকে বেশ হতবাক করেছে। ঘরে প্রবেশের পর থেকে একের পর এক বাসিন্দার সঙ্গে বচসায় জড়াচ্ছেন শিল্পার বোন। আর তার বেশিরভাগটাই খাবার নিয়ে। এই যেমন প্রথমে ঝামেলা করেছিলেন প্রতীক সেজপালের সঙ্গে। আর তারপরেই ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিং-এর সঙ্গে ঝামেলা করেন। অবস্থা এমন যে অক্ষরা দু'চোক্ষে সহ্য করতে পারেন না শমিতা-কে। অভিনেত্রীর বয়স নিয়ে আরেক বাসিন্দা উরফি জাভেদকে অক্ষরা বলেন শমিতা তাঁর মায়ের বয়সী। এত বছর কাজ করার পরেও তাঁর বয়স মাত্র ৪২ এটা মানতে পারেন না। আর মায়ের বয়সী বলে, শমিতাকে ‘মাসি’ বলেও উল্লেখ করেন। তারপরেই আসরে নামেন KRK ওরফে কামাল রাশিদ খান। টুইট করে বলেন, অক্ষরা নাকি ঠিক কথাই বলেছে। শমিতার আসল বয়স নাকি ৪৮। কেআরকে তাঁর টুইটে লেখেন, ‘২০০৯ সালে বিগ বস ৩-এ যখন আমার সঙ্গে প্রবেশ করেছিলেন শমিতা, তখনই তাঁর বয়স ছিল ৩৫। আর সেই হিসেবে এখন বয়স দাঁড়ায় ৪৮।’ যদিও ‘স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক’-এর এমন আলটপকা মন্তব্য মেনে নিতে পারেননি নেটনাগরিকরা। তাঁরা প্রশ্ন তোলেন, শিল্পারই বয়স যেখানে ৪৬, সেখানে শমিতা ৪৮ কীভাবে হয়। ‘বিব বস ওটিটি’-র ঘরে ঢোকার পর থেকেই খবরের শিরোনামে শমিতা শেট্টি। যদিও খানিকটা ভুল হল, বলা যায় রাজ কুন্দ্রার গ্রেফতারের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিল্পার সঙ্গে শমিতাও। রাজের সঙ্গে সম্পর্কের রসায়ন, রাজের অ্যাপে তাঁর অভিনয়-- খবর হয়েছে নানা কিছু। আর এসবের মাঝেই ‘মহব্বতেঁ’ অভিনেত্রী পৌঁছে গেলেন বিগ বস ১৫-তে। জামাইবাবু জেলে থাকা সত্ত্বেও শিল্পার বিগ বসে আসা সকলকে বেশ হতবাক করেছে। ঘরে প্রবেশের পর থেকে একের পর এক বাসিন্দার সঙ্গে বচসায় জড়াচ্ছেন শিল্পার বোন। আর তার বেশিরভাগটাই খাবার নিয়ে। এই যেমন প্রথমে ঝামেলা করেছিলেন প্রতীক সেজপালের সঙ্গে। আর তারপরেই ভোজপুরী অভিনেত্রী অক্ষরা সিং-এর সঙ্গে ঝামেলা করেন। অবস্থা এমন যে অক্ষরা দু'চোক্ষে সহ্য করতে পারেন না শমিতা-কে। অভিনেত্রীর বয়স নিয়ে আরেক বাসিন্দা উরফি জাভেদকে অক্ষরা বলেন শমিতা তাঁর মায়ের বয়সী। এত বছর কাজ করার পরেও তাঁর বয়স মাত্র ৪২ এটা মানতে পারেন না। আর মায়ের বয়সী বলে, শমিতাকে ‘মাসি’ বলেও উল্লেখ করেন। তারপরেই আসরে নামেন KRK ওরফে কামাল রাশিদ খান। টুইট করে বলেন, অক্ষরা নাকি ঠিক কথাই বলেছে। শমিতার আসল বয়স নাকি ৪৮। কেআরকে তাঁর টুইটে লেখেন, ‘২০০৯ সালে বিগ বস ৩-এ যখন আমার সঙ্গে প্রবেশ করেছিলেন শমিতা, তখনই তাঁর বয়স ছিল ৩৫। আর সেই হিসেবে এখন বয়স দাঁড়ায় ৪৮।’ যদিও ‘স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক’-এর এমন আলটপকা মন্তব্য মেনে নিতে পারেননি নেটনাগরিকরা। তাঁরা প্রশ্ন তোলেন, শিল্পারই বয়স যেখানে ৪৬, সেখানে শমিতা ৪৮ কীভাবে হয়। |#+|ঘরের আরেক সদস্য নিশান্ত ভাটের সঙ্গেও নাকি একদম বনিবনা নেই শমিতার। জানিয়েছেন, ‘ঠিক কী ঘটেছিল তা আর বলব না। তবে নিশান্ত একবার আমার সঙ্গে সীমারেখা অতিক্রম করেছিল। আমি সেটা একদম পছন্দ করিনি। আমি তাঁকে সরাসরি বলেছিলাম যে সে যেটা করার চেষ্টা করেছ তা ভুল। তারপর থেকে নিশান্ত আমার সঙ্গে কথা বলে না। আমারও মনে হয় ওঁর সঙ্গে একটা দূরত্ব বজায় রেখে চলা উচিত।’