
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চলছে কৌন বনেগা ক্রোড়পতি। এবারও সঞ্চালক অমিতাভ বচ্চনের সামনে হাজির হচ্ছেন একের পর এক প্রতিযোগী। সম্প্রতি এই শোয়ের এক বিশেষ পর্বে হাজির হয়েছিলেন রাজস্থানের বাসিন্দা নরেশি মীনা। যিনি কিনা ব্রেইন টিউমারে আক্রান্ত। কঠিন এই রোগের সঙ্গে লড়াই করা সত্ত্বেও যিনি এবার মনের জোরেই হাজির হয়েছিলেন KBC-র হটসিটে।
রাজস্থানের নরেশি মীনাকে ১কোটির প্রশ্নের উত্তরের জন্য লড়াই করতে দেখা যাবে। চ্য়ানেল কর্তৃপক্ষের তরফে পোস্ট করা হয়েছে সেই পর্বের প্রোমো। যেখানে নরেশিকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার ব্রেন টিউমার হুয়া স্যার, খুদ কো ইয়াহি বাতাতি হু কি কোই টেনশন নাহি হ্যায় তুঝে কোই বিমারি নাহি হ্যায়। (আমার ব্রেইন টিউমার হয়েছে স্যার, তবে আমি শুধু নিজেকে এটাই বোঝাই যে তোমার কোনও অসুখ নেই, চিন্তা করার প্রয়োজন নেই’)।
অমিতাভ তখন তাঁকে বলেন, ‘আপনে ইয়ে থান লিয়া হ্যায় কি ইয়ে ধনরাশি ইয়াহান সে জিত কার জাউঙ্গি তো ইসকা ইলাজ হো সক্ত হ্যায়। (আপনি হয়ত মনে মনে এটাই ঠিক করেছেন যে, আপনি যদি এই পুরস্কারের অর্থ এখান থেকে জিতে যান, তবে তাতে আপনার চিকিৎসা করা যেতে পারে।)’
প্রোমোটি শেয়ার করে ক্যাপশনে লিখেছন, 'কেয়া আপনে খুদ কে ইলাজ কে লিয়ে নরেশি ইস মাঞ্চ সে ১ কোটি জিতে পায়েগি? (নরেশি কি নিজের চিকিৎসা করানোর জন্য ১ কোটি টাকা জিততে পারবে? দেখুন #কৌন বনেগা ক্রোড়পতি, সোম-শুক্র, রাত ৯টায়)
প্রসঙ্গত, বরাবরই কোন বনেগা ক্রোড়পতি শো নিয়ে মানুষের উন্মাদনা তুঙ্গে। আর এই শোয়ে যোগদানের জন্য নিজের RAS পরীক্ষাও ছেড়ে চলে এসেছেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন নরেশি। তিনি জানিয়েছেন জুলাই মাসের ২০-২১ তারিখে জয়পুরে পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। ২ দিন ধরে ৪টি পেপার হওয়ার কথা ছিল। তবে দিইনি, ছেড়ে দিয়েছি কৌন বনেগা ক্রোড়পতিতে আসার জন্য।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports