অমিতাভ বচ্চনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গেম শো কৌন বনেগা ক্রোড়পতি। বলা যায়, বিগ বি আর এই শো পরস্পরের পরিপূরক। বছরের পর বছর ধরে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে সক্ষম হয়েছেন সঞ্চালক অমিতাভ বচ্চন, তাই তো ৮৩ বছর বয়সেও এই শো-এর শ্যুটিংয়ে জান-প্রাণ উজার করে দেন মেগাস্টার। ২৭ জানুয়ারি প্রচারিত একটি পর্বে, উজ্জ্বল দত্ত নামে এক প্রতিযোগীর দাবিদাওয়ায় জর্জরিত হতে হল অমিতাভকে। আরও পড়ুন-সাজানো বিছানা, রুবেলের মুখে দুধের গ্লাস ধরল শ্বেতা! ফুলশয্যার ছবি ফাঁস, বউকে কী উপহার নায়কের?
বিগ বি-র কাছে কী চাইলেন উজ্জ্বল?
অল্পে মানুষ সন্তুষ্ট নয়। এই কথাই প্রমাণ করলেন উজ্জ্বল। দিল্লির ইউপিএসসি প্রার্থী উজ্জ্বল। এই শো-ত ৬,৪০,০০০ পুরস্কারমূল্য জিতে নেন তিনি। ২০২৫ সালে জীবনে কী কী পেতে চান উজ্জ্বল তার এক ঝলক সকলের সামনেই তুলে ধরেন তিনি। সেখানে একটি নতুন মোবাইল ফোন অন্তর্ভুক্ত ছিল। অবাক হয়ে বিগ বি জানতে চান, তাঁর কাছে কি আগে থেকে ফোন নেই?' জবাবে প্রতিযোগী বলেন, ‘না, আমি কেবিসিতে জেতা অর্থ থেকে এটি কেনার পরিকল্পনা করছি’। তার সততায় অনুপ্রাণিত হয়ে অমিতাভ বচ্চন উদারভাবে তাঁকে একটি নতুন ফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এই কথা শুনে থামেননি উজ্জ্বল। তিনি লোভে পড়ে বলেন, ‘দয়া করে কিছু মনে করবেন না স্যার, তবে আমার চোখ সর্বদা আপনার জুতোর দিকে থাকে’। বড় মনের মানুষ বিগ বি। দিল দরিয়া অভিনেকা তৎক্ষণাৎ তাকে দুই বা তিন জোড়া জুতো উপহার দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু তখনও অভিনেতা জানতেন না এরপর বড় দাবি আসতে চলেছে।
এরপরই উজ্জ্বল একটি অপ্রত্যাশিত অনুরোধ করেন যা সুপারস্টারও প্রত্যাখ্যান করতে বাধ্য হন। উজ্জ্বল বলেন, ‘আপনি আমার জুতা আর মোবাইল ফোনের স্বপ্ন পূরণ করেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু স্যার, গাড়ির প্রতি আমার একটা শখ আছে। আপনার কাছে তো অসংখ্য আশ্চর্যজনক গাড়ির সংগ্রহ রয়েছে। তাই আমি ভাবছিলাম আপনি যদি আমার একটি গাড়ির স্বপ্ন পূরণ করতে পারেন।’
এক মুহুর্তের জন্য অবাক হয়ে যান অমিতাভ বচ্চন। এরপর খানিক সামলে নিয়ে বলেন, 'শুনুন ভাই, আমি আপনাকে সত্যি বলছি, আমি গাড়ি দেব না। তাঁর জবাব শুনে হেসে ফেলে উপস্থিত দর্শকরা।
উজ্জ্বলকে সুপারস্টার বলেন, ‘তুমি যখন খুশি আমার গাড়িতে চড়তে পারো। আমি নিজেই গাড়ি চালিয়ে আপনাকে বেড়াতে নিয়ে যাব’। অমিতাভ বচ্চনের নম্রতা এবং দ্রুত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
কেবিসি ১৬ সম্পর্কে
কৌন বনেগা ক্রোড়পতি, হু ওয়ান্টস টু বি এ মিলিয়নেয়ার? ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল হিন্দি রূপান্তর। বর্তমানে এই শো-এর ১৬ তম মরসুম জারি রয়েছে। সদ্যই এই শোটি রজতজয়ন্তী বর্ষ উদযাপন করেছে। এই মাইলফলকটি উদযাপন করতে, একটি বিশেষ পর্বে ডিজিটাল স্রষ্টা এবং কৌতুক অভিনেতা সময় রায়না, তন্ময় ভাট, কাম্যা জানি এবং ভুবন বাম হাজির হয়েছিলেন।