
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
টিআরপি তালিকায় নায়ক ছাড়াই নম্বর ১ ‘ধুলোকণা’। মিঠাইকে গুণে গুণে দশ গোল দিয়েছে ফুলঝুরি। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সেরা পাঁচেও জায়গা হয়নি মোদক পরিবারের। এর মাঝেই ধুলোকণায় বিরাট টুইস্ট। স্টার জলসার এই ধারাবাহিকে এন্ট্রি নিলেন ‘করুণাময়ী রাণী রাসমণি’ খ্যাত অভিনেত্রী। আসলে গল্পের মধ্যে নতুন টুইস্ট আনার কোনও সুযোগ হাতছাড়া করতে না-রাজ লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। দিন কয়েক আগেই ‘ধুলোকণা’র অংশ হয়েছেন ‘খড়কুটো’র রূপাঞ্জন মানে অভিনেতা রাজা গোস্বামী। চড়ুইয়ের নায়ক হয়েই গল্পে আগমন তাঁর। এবার ‘ধুলোকণা’ টিমের সঙ্গে যুক্ত হলেন রাসমণির জগদম্বা মানে অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডল।
সম্পূর্ণাকে শেষ দেখা গিয়েছে আকাশ আটের ‘হয়তো তোমারই জন্য’তে। স্টার জলসার ‘দুর্গা দুর্গেশ্বরী’তে লিড রোলে অভিনয় করেছিলেন তিনি। ‘ধূলোকণা’য় একদম হটকে রোলে থাকছেন সম্পূর্ণা। আজকের আধুনিক নারী তিতিরের ভূমিকায় থাকছেন অভিনেত্রী। তিতিরের আগমনে লালন-ফুলঝুরির জীবনে বেশকিছু টুইস্ট আসবে তা বলাই বাহুল্য।
খুব সম্ভবত লালনকে যে চিকিৎস বাঁচিয়েছেন তাঁর মেয়ের চরিত্রে দেখা যাবে সম্পূর্ণাকে। তিতির চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক চরিত্র, তা এখনও জানা যায়নি। খুব সম্ভবত লালন-ফুলঝুরির মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে দেখা যাবে তিতিরকে। হত্যার চেষ্টার পর প্রাণে বাঁচলেও স্মৃতি হারিয়েছে লালন, ফুলঝুরিকে এখন চিনতে পারছে না সে। এই অবস্থায় লালনের জীবনে নতুন নারীর প্রবেশ ঘটলে শো পুরো জমে যাবে, তা তো বেশ স্পষ্ট।
খুব ছোট বয়স থেকেই টলিগঞ্জের পরিচিত মুখ সম্পূর্ণা। ‘মা দুর্গা’, ‘গোয়েন্দা গিন্নি’র মতো সিরিয়ালে শিশুশিল্পী হিসাবে কাজ করেছেন সম্পূর্ণা। এরপর রাসমণির কন্যা জগদম্বা হিসাবে রাতারাতি জনপ্রিয়তা পান। মাঝপথে শো ছেড়ে বেরিয়ে গেলেও এই চরিত্রে রেশ দর্শক মনে আজও রয়েছে। সম্পূর্ণার নতুন ইনিংস কতটা সফল হয়, সেটাই দেখবার।
৳7,777 IPL 2025 Sports Bonus