মুম্বইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তারকাখচিত অনুষ্ঠানে বলিউডের তারকাদের আধিপত্য ছিল প্রথম থেকেই। তবে আশ্চর্যজনক ভাবে অনুপস্থিত করিনা কাপুর। এদিকে জামনগরে প্রি-ওয়েডিং পার্টিতে কিন্তু ছিলেন কারিনা কাপুর-সইফ আলি খান ও তাঁদের দুই সন্তান। তাহলে এবার কী হল? এবার সোশ্যাল মিডিয়ায় সবটা খোলসা করলেন অভিনেত্রী।
করিনার ইনস্টাগ্রাম স্টোরি
অভিনেত্রী করিনা কাপুর খান ইনস্টাগ্রাম স্টোরিতে নব দম্পতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জন্য একটি হৃদয়গ্রাহী নোট শেয়ার করে বলেছেন যে, তিনি তাদের উদযাপনের অংশ হওয়াকে মিস করছেন।
আরও পড়ুন: অনন্ত পরে ৩০ কোটির ঘড়ি! শাহরুখ-রণবীরদের জন্য এই দামের রিস্ট ওয়াচ কিনল আম্বানিরা
বিয়ের অনুষ্ঠান থেকে রাধিকা ও অনন্তের একটি ছবি শেয়ার করে কারিনা লিখেছেন, ‘তোমরা আজীবন আনন্দ ও সুখে থাকো। শুভেচ্ছা জানাই। সবার সঙ্গে সেলিব্রেট করা খুব মিস করলাম... প্রচুর ভালবাসা পাঠাচ্ছি (হৃদয়ের ইমোজি)।’
আরও পড়ুন: গোটা বলিউড আম্বানির বিয়েতে! মন দিয়ে কোথায় বসে কার কীর্তন শুনছেন বিরাট-অনুষ্কা?

এই মুহূর্তে পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করছেন করিনা কাপুর খান। গত মার্চে জামনগরে আম্বানিদের প্রি ওয়েডিং পার্টি উপভোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। ৩ মার্চ সেখানে যখন দিলজিৎ দোসাঞ্জ দর্শকদের জন্য লাইভ পারফর্ম করেন, তখন করিনা এবং করিশ্মা কাপুর মঞ্চে তাঁর সঙ্গে যোগ দেন।
আরও পড়ুন: নাচে নীতা আম্বানিকে টক্কর রাধিকার মা শায়লার! অনন্তর মা না শাশুড়ি, কে বয়সে কত বড়
করিনার বোন করিশ্মা কাপুরও বিয়েতে উপস্থিত থাকতে পারেননি, এবং একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই দম্পতিকে ভালবাসা পাঠিয়েছেন। তিনি লেখেন, 'মিষ্টি দম্পতিকে অভিনন্দন। আপনার উভয়ের সুখ এবং সমৃদ্ধি কামনা করি। আপনাদের সবার সঙ্গে থাকা খুব মিস করছি।
আম্বানি ইভেন্ট সম্পর্কে
তিন দিনের আম্বানি ইভেন্টটি এই বছরের মার্চ থেকে শুরু হওয়া বেশ কয়েকটি জাঁকজমকপূর্ণ পার্টির শেষ ধাপ। গুজরাটের জামনগরে পপ ডিভা রিহানা এবং বলিউডের বড় বড় তারকারা পারফর্ম করেন।
জুন মাসে, উদযাপনটি ইতালি এবং দক্ষিণ ফ্রান্স জুড়ে একটি বিলাসবহুল ক্রুজ পার্টিতে হয়েছিল। যেখানে অতিথিরা ব্যাকস্ট্রিট বয়েজ, পিটবুল, ডেভিড গুয়েটা, কেটি পেরি এবং ইতালিয়ান টেনার আন্দ্রেয়া বোসেলির পারফরমেন্স প্রত্যক্ষ করে। এরপর শুক্রবার থেকে শুরু হয় বিয়ে। শনিবার একচেটিয়াভাবে অতিথিদের জন্য একটি ছোট নৈশভোজ হয়। এবং ১৪ জুলাই রবিবার একটি গ্র্যান্ড রিসেপশনের মাধ্যমে উদযাপন অব্যাহত থাকবে।