সূত্রের খবর, ধর্মা প্রোডাকশনের অংশীদারিত্ব কেনার কথা ভাবছে রিলায়েন্স। তবে এই চ্যালেঞ্জের মধ্যেও নিজের মালিকানা ধরে রাখার চেষ্টা করছেন করণ জোহর।
করণ জোহর ও মুকেশ আম্বানি
বলিপাড়া সরগরম। কান পাতলেই শোনা যাচ্ছে ফিসফাস আলোচনা। শোনা যাচ্ছে করণ জোহরের থেকে নাকি ধর্মা প্রোডাকশন হস্তান্তরিত হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছিল, গোয়েঙ্কা গ্রুপের সারেগামা নাকি প্রযোজনা সংস্থার দায়িত্বভার গ্রহণ করছে। আবার এও শোনা যাচ্ছে, মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ নাকি ধর্মা প্রোডাকশন কিনে নিচ্ছে। যদিও এই বিষয়ে ধর্মা প্রোডাকশন কিংবা রিলায়েন্স গ্রুপের তরফে কোনওরকম অফিসিয়াল বিবৃতি জারি করা হয়নি।
এদিকে ধর্মা প্রোডাকশন বিক্রি হয়ে যাওয়ার গুঞ্জনের মাঝেই নজর কেড়েছে করণ জোহরের X বায়ো। যেখানে করণ জোহর সবাইকে জানিয়েছেন যে তিনিই এখনও ধর্মা প্রোডাকশনের মালিক। বায়োতে লেখা হয়েছে, ‘জিগরা ও, আব কি তেরি বারি ওহ!’ এর ঠিক নিচেই লেখা এখনও ধর্মা প্রোডাকশনের মালিক হিসাবে করণ জোহর আর সিইও হিসাবে অপূর্ব মেহতার নাম উল্লেখ করা হয়েছে। ধর্মার অধিগ্রহণের প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে রেডিটে কমেন্টের বন্যা বয়ে যায়।