নিজে বাড়ি বয়ে গিয়ে হৃত্বিক রোশনকে ছবির প্রস্তাব দিয়েছিলেন আমির খান। তাতেও ওই ছবির ব্যাপারে মনঃপুত হয়নি হৃত্বিকের। ছবির নাম? রং দে বসন্তী! ছবিতে 'করণ সিংঘানিয়া' চরিত্রে অভিনয় করার কথা হৃত্বিককে বলেছিলেন আমির। পরবর্তী সময়ে যে ভূমিকায় দেখা গেছিল জনপ্রিয় দক্ষিণী তারকা সিদ্ধার্থকে!এত বছর পর এ কথা প্রকাশ্যে ফাঁস করলেন ছবির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা স্বয়ং।নিজের আত্মজীবনী 'দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর'-এ বলিপাড়ার অন্দরের নানান চমকে ওঠার মতো অজানা খবর ফাঁস করেছেন এই বিখ্যাত বলি-পরিচালক। সেখানেই এই তথ্য জানিয়েছেন তিনি। তাঁর কথায় আমির রাজির হয়ে নিজেই হৃত্বিকের কাছে গিয়ে এই ছবির গল্প শোনান। 'করণ' হওয়ার অনুরোধও করেন। 'ছবিটা দারুণ হতে চলেছে, করে নে!' এই কথা পর্যন্ত বলেছিলেন 'মিঃ পারফেকশনিস্ট'। তবু চিঁড়ে ভেজেনি। তবে শুধু হৃত্বিকই নন, 'করণ' হওয়ার প্রস্তাব ফারহান আখতার এবং অভিষেক বচ্চননের কাছেও তিনি রেখেছিলেন বলে জানিয়েছেন। বলাই বাহুল্য, কেউই তখন রাকেশের প্রস্তাবে পাত্তা দেননি।'এঁদের সবাই স্রেফ উড়িয়ে দিয়েছিলেন এই ছবিতে কাজ করার প্রস্তাব। যাকে বলে পত্রপাঠ। ফারহান তখন নতুন পরিচালকদের মধ্যে দারুণ জনপ্রিয়। যদিও তখন ও পরিচালনা নিয়েই মশগুল। তাই অভিনেতা হওয়ার প্রস্তাব পেয়ে চমকে গেছিল। এরপর অভিষেক। আমার থেকে ছবির গল্প ও 'করণ' এর ব্যাপারে জানার পর অভিষেকের কাছে 'বদ্ধ উন্মাদ' এর তকমা পেলাম। বলাই বাহুল্য, এরপর 'রং দে বসন্তী' আর একটি কথাও আমার আর অভিষেকের মধ্যে হয়নি!'