টেলিপাড়ায় জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের প্রেম জমে ক্ষীর। শুরু থেকেই এই অসম বয়সের নায়ক-নায়িকার প্রেম মন কেড়েছে দর্শকদের। এদিকে গল্প জমিয়ে রাখতে সিরিয়ালের চিত্রনাট্য়েও আনা হয়েছে একের পর এক টুইস্ট। আর এবার সিরিয়ালের নতুন প্রমোয় উঠে এল নতুন জিতুর প্রতি দিতিপ্রিয়ার ভালোবাসার ইস্তেহার।
ঠিক কী আছে সেখানে?
প্রোমোয় দেখা যাচ্ছে জিতু কমল অর্থাৎ ‘অপু’ দিতিপ্রিয়ার প্রিয় ‘আর্য’ স্যার তাকে বলেন, ‘তোমাকে বিয়ে করতে হবে। তোমার মা-বাবা তোমার জন্য কাউকে পছন্দ করেছেন।’ আর স্যারের মুখে একথা শুনেই চমকে ওঠে অপু। উঠে দাঁড়িয়ে কান্না ভেজা গলায় সে বলে, ‘ভালোবাসা ছাড়া কি বিয়ে হয় স্যার?’
পাল্টা আর্য বলেন, ‘অপর্ণা ওই ছেলেটা তোমায় ভালোবাসে।’ অপু মুখের উপর জানিয়ে দেয়, ‘এই বিয়েটা আমি করতে পারব না স্যার।’ এরপরই সে ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে ওঠে, ‘আপনি জানতে চান, আমি কাকে ভালোবাসি? আমি আপনাকে ভালোবাসি স্যার (মাটিতে বসে পড়ে।’ এদিকে ‘আর্য’ অবশ্য ততক্ষণে সেখান থেকে বেরিয়ে গেছে। যা অপু খেয়ালও করেনি।
তবে আর্য কি শুনতে পেয়েছে তার অপুর স্বীকারোক্তি, এই প্রেমের ইস্তেহার? এবিষয়টি অবশ্য প্রমোয় স্পষ্ট করা হয়নি।
আরও পড়ুন-‘লোকে ভাবত আমি শুধুই চুমুই খেতে পারি, অভিনয়টা পারি না, সাংহাই…’, বলছেন ইমরান হাশমি