Jawan Box Office Collection: শাহরুখের ‘জওয়ান’ যেন অশ্বমেধের ঘোড়া! বক্স অফিসে ৫০ দিন পার করে ছবির আয় কত?
1 মিনিটে পড়ুন Updated: 27 Oct 2023, 03:04 PM IST৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগুতে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। এখনও পর্যন্ত দেশীয় বক্স অফিসে ছবির মোট আয় ৭৫৯ কোটি টাকা, আর নেট আয় (খরচ বাদে আয়) এখনও পর্যন্ত প্রায় ৬৪০ কোটি টাকা। এই ছবিটি মুক্তির দিন শুধুমাত্র হিন্দিতে নেট প্রায় ৬৫ কোটি টাকা আয় করেছিল। সপ্তাহন্তে ছবির নেট আয় দাঁড়িয়েছিল ২৫২ কোটি টাকা।
শাহরুখের 'জওয়ান'