দেশব্যপী জওয়ানের সংগ্রহ ২৫ দিনে ৬০০ কোটি। শাহরুখ খান বুঝিয়ে দিলেন তিনি ‘বুড়ো’ নন, ‘লম্বা রেসে’র ঘোড়া। বলিউড থেকে এই প্রথম কোনও ছবি দেশের আয় নিয়ে ঢুকল ৬০০ কোটির ঘরে। এর আগে সর্বোচ্চ উপার্জনকারী সিনেমার তকমা ছিল পাঠান-এর কাছে, ৫৪০ কোটি আয় করে। তবে জওয়ান দিয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছেন কিং খান।
sacnilk.com-এর রিপোর্ট অনুসারে চতুর্থ রবিবারে শাহরুখ খানের ছবি ব্যবসা করল ৮.৮০ কোটির। আরও পড়ুন: দুর্গা পুজোয় তৃণমূল বিধায়ক মদন মিত্রের মূর্তি, বড় চমক শহরে, কোন মণ্ডপে যাবেন ঠাকুর দেখতে?
জওয়ান-এর বক্স অফিস রিপোর্ট:
৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল জওয়ান। যদিও সিনেমার টিকিট বিক্রি শুরু হয়ে যায় সেই ১ সেপ্টেম্বর থেকেই। মুক্তির আগেই প্রি বুকিং থেকে ছবি আয় করেছিল ৩০ কোটির বেশি। তারপর প্রথম দিনে জওয়ানের আয় ছিল ৭৫ কোটি। এরপর প্রথম রবিবারে, সর্বোচ্চ আয় করে এই সিনেমা। ৮০.১ কোটির ব্যবসা করে সকলকে চমকে দেন কিং খান।
বিশ্ববাজারেও কিন্তু পাঠানের রমরমা। ইউকে, কানাডা, দুবাই, বাংলাদেশের মতো দেশেও পাঠানের টিকিট বিক্রির হিড়িক ছিল মারাত্মক। বিশ্বব্যপী জওয়ানের আয় এই মুহূর্তেপেরিয়েছে ১১০০ কোটির ঘর। আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ-আশা-শ্রেয়ারা! আর কোন তারকার থাকার কথা চলছে?