'Fauda' Crew Member Death: গাজায় নিহত ইজরায়েলি সিরিজ ‘ফৌদা’-এর ক্রু সদস্য। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর একজন বছর ৩৮-এর সার্জেন্ট মেজর জেনারেল (সংরক্ষিত) মাতান মেইর মারা যান।
গাজায় নিহত ইজরায়েলি সিরিজ ‘ফৌদা’-এর ক্রু সদস্য
ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে ইজরায়েল–হামাসের রক্তক্ষয়ী লড়াই। গাজা ভূখণ্ডে ঢুকে তীব্র আক্রমণ চলাচ্ছে ইজরায়েল। পালটা হামাস জঙ্গিরাও আক্রমণ চালাচ্ছে। দুই পক্ষের সংঘর্ষে অসংখ্য মৃত্যুর ঘটনা ঘটছে। ইজরায়েল হামাস যুদ্ধে নিহত হলেন জনপ্রিয় ইজরায়েলি টেলিভিশন সিরিজ ‘ফৌদা’-এর ক্রু সদস্য, শনিবার (স্থানীয় সময়) টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেরুজালেম পোস্ট অনুসারে, গাজায় কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া সৈন্যদের তালিকায় ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর বছর ৩৮-এর সার্জেন্ট মেজর জেনারেল (সংরক্ষিত) মাতান মেইরের নাম ঘোষণা করা হয়েছিল। ফৌদার টিমের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মাতান মেইরের মৃত্যুর খবরে ‘বিধ্বস্ত’ এবং ‘মন থেকে ভেঙে পড়েছেন’। আরও পড়ুন: করণের শোতে পরেছিলেন, আবার শিল্পার দীপাবলি পার্টিতেও একই শাড়িতে সুস্মিতা
এক্স-এ 'ফৌদা’ কাস্টের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘আমাদের ফৌদা পরিবারের একজন সদস্য, মাতান মেইর গাজায় বিধ্বংসী পরিস্থিতিতে নিহত হয়েছেন, তা জানতে পেরে আমরা শোকস্তব্ধ। মাতান মেইর একজন দুর্দান্ত ক্রু সদস্য ছিলেন। কাস্ট এবং কলাকুশলীরা এই মর্মান্তিক ক্ষতির জন্য মন থেকে ভেঙে পড়েছেন। মাতানের পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা রইল। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি’।