
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিউডের কান পাতলে গুঞ্জন, ভাইপো আরহান খানকে নাকি বলিউডে লঞ্চ করছেন সলমন খান। প্রাক্তন দম্পতি আরবাজ খান এবং মালাইকা আরোরা পুত্র আরহান। বিচ্ছেদের পর ছেলের দায়িত্ব দু'জনেই সামলাচ্ছেন। যদিও সদ্য সুরা খানের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন আরবাজ।
সদ্য নিউজ18-কে আরবাজ জানিয়েছেন, ডেবিউ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আরহান। একাধিক রিপোর্ট বলছে, দুই ভাইপো আরহান এবং সোহেল খানের ছেলে নির্ভান খানকে একটি 'ব্রোম্যান্স মুভি'তে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে সলমনের সেই নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন আরবাজ।
আরও পড়ুন: ঊর্ধ্বাঙ্গে সুতোর লেশমাত্র নেই, ‘উরফির হাত নেই তো..’, নতুন ফটোশ্যুটে কটাক্ষের মুখে সোহিনী
আরও পড়ুন: বয়স নাকি ৫৬! প্যান্ট-স্যুটে ব়্যাম্পে আগুন ধরানো লুকে মাধুরী, চমকে দেবে এই Video
আরও পড়ুন: রেভ পার্টিতে সাপের বিষের ব্যবস্থা করেছিলেন, এলভিশ নাকি স্বীকার করেছেন: সূত্র
আরহান 'খুব পরিশ্রমী', বলেছেন আরবাজ
একাধিক রিপোর্ট প্রসঙ্গে আরবাজ সাফ জানিয়েছেন, ‘আমি জানি না। গুজব হতে পারে। এই খবর এখনও পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি’। আরবাজ যোগ করেছেন, অভিনয়ে আগ্রহী আরহান এবং এর জন্য প্রশিক্ষণ নিচ্ছেন।
আরবাজ বলেছেন, ‘ওর প্রস্তুতি দেখেই বোঝা যাচ্ছে ও কী করতে চায়। ও ফিল্ম স্কুলে যাচ্ছে। অন্যান্য কাজও করছে...। পুরোটাই নিজের কেরিয়ারে মনোনিবেশ করছে আরহান। ওর বয়স এখন অনেকটাই কম। এই বছর ২২-এ পা রাখবে। ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে। ও খুব পরিশ্রমী। প্রচণ্ড একাগ্র এবং যথেষ্ট আন্তরিক। যদি সবকিছু ঠিকঠাক হয়, ওর ফোকাস ঠিক থাকে এবং ভাগ্য সহায় হয়, আমি নিশ্চিত ও নিজের চেষ্টায় করে উঠতে পারবে’।
আরও পড়ুন: এক বিশেষ কারণে ভিকির মায়ের খুব পছন্দ ছেলের বউ ক্যাটরিনাকে! কেন জানলে চমকে উঠবেন
আরহানের ডেবিউ সিনেমা নিয়ে গুঞ্জন
আরবাজ এবং মালাইকা অরোরার ছেলে আরহান যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের একটি ফিল্ম স্কুলে পড়াশোনা করেছেন। বলিউড লাইফের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, সলমন তাঁর দুই ভাইপো আরহান খান এবং নির্ভান খানকে 'একটি বলিউড ব্রোম্যান্স মুভি'তে লঞ্চ করতে চলেছেন।
ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রীকে গত বছর ‘ফেরি’ ছবির মাধ্যমে লঞ্চ করেছিলেন। সিনেমাটি ২০২৩ সালের নভেম্বরে মুক্তি পায়। আলিজেহ সলমন খানের বোন আলভিরা খান এবং অভিনেতা অতুল অগ্নিহোত্রীর মেয়ে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports