কিছু মাস আগে একটি ভিডিয়ো এবং বেশ কিছু ছবি দারুণ হইচই ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। বাংলার দুই খ্যাতনামা কন্টেন্ট ক্রিয়েটর সৈকত দে এবং প্রেরণা দাস নাকি বিয়ে করেছেন। যদিও পরে জানা যায় যে ওটা মিউজিক ভিডিয়ো। যদিও এখনও সেই গান হিট। কিন্তু তাঁদের জুটিকে দারুণ পছন্দ করে ফেলে মানুষ। শুধু তাই নয় তাঁদের বন্ধুত্বকে, রিলসের মতোই প্রেমে পরিণত দেখতে চেয়েছেন বলেও বারংবার মন্তব্য করে জানান। কিন্তু একি! সেখানে দারুণ চমক দিলেন সৈকত দে। জানালেন প্রেরণা নন। বরং তিনি মন দিয়েছেন এক অভিনেত্রীকে। অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছিল তাঁকে। কে সেই অভিনেত্রী? নিশা পোদ্দার।
আরও পড়ুন: রচনার পর ভোটের ময়দানে ফের একগুচ্ছ টলি তারকা? বিধানসভায় তৃণমূলের হয়ে লড়বেন ঋত্বিকা-সৌমিতৃষা?
আরও পড়ুন: আইপিএল শুরুর আগে রমণদীপকে বাঙালিদের মন জেতার টিপস মিস দত্তর! ঘুষ হিসেবে চাইলেন কী?
কী জানিয়েছেন সৈকত?
এদিন ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন সৈকত। সেখানে কোথাও তাঁকে এবং নিশাকে রং রঙে রঙিন হয়ে থাকতে দেখা যাচ্ছে, তো কোথাও আবার সৈকতের চোখে ডুব দিতে দেখা গেছে নিশাকে। বাদ যায়নি তাঁদের ট্রিপের ঝলক থেকে নানা রোম্যান্টিক মুহূর্তের ছবি।
এই ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, 'ভালোবাসার বিশুদ্ধতম রূপকে তুলে ধরছি।' সঙ্গে লাল হৃদয় এবং ইভিল আই ইমোজি।
আরও পড়ুন: 'বং গাই'-এর ইউটিউব চ্যানেল থেকে থেকে উধাও আরজি কর সংক্রান্ত সব ভিডিয়ো! ডিলিটেড নাকি টেকনিক্যাল এরর?
কে কী বলছেন?
অনেকেই সৈকতের এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনারা প্রেম করছেন? কী ভালো লাগছে দুজনকে একসঙ্গে।' আরেকজন লেখেন, 'এই তো! অবশেষে।' অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ আবার লেখেন, 'সৈকত দাদাকে প্রেরণা দিদির সঙ্গে ভালো লাগে। ওদের জুটিটাই সুন্দর।' আরেকজনের মতে, 'মানা যাচ্ছে না এসব।'
প্রসঙ্গত সৈকত দে বাংলার অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। অন্যদিকে নিশা ছোট পর্দার পরিচিত মুখ। বর্তমানে তিনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রূপার চরিত্রে অভিনয় করছেন।