দীর্ঘ ৬ মাসের যাত্রা। টানটান উত্তেজনা। অবশেষে এল বহু প্রতিক্ষীত সেই মুহূর্ত। ঘোষিত ইন্ডিয়ান আইডল ১৫-এর বিজেতার নাম। গুঞ্জনই সত্যি, সর্বাধিক ভোট পেয়ে বিজেতার মুকুট পরলেন বাংলার মেয়ে মানসী ঘোষ। পাইকপাড়ার মেয়ের হাতে উঠল এই জনপ্রিয় মিউজির রিয়েলিটি শো-র ট্রফি। আর আরও উত্তেজক খবর হল, দ্বিতীয় স্থানাধিকারীও বাংলার ছেল, আর তিনি হলেন খড়গপুরের ভূমিপুত্র শুভজিৎ চক্রবর্তী। হ্য়াঁ, ঠিকই শুনছেন ইন্ডিয়ান আইডল-১৫এ ‘পানওয়ালা’ খ্যাত গায়কই হয়েছেন ফার্স্ট রানার আপ। আর তৃতীয় স্থানে রয়েছেন স্নেহা শঙ্কর।
এদিন বিজয়ীর মুকুট পরেই চোখে জল এসে যায় মানসীর। বিজেতা হিসাবে ট্রফি ছাড়াও তিনি পেয়েছেন ১৫ লক্ষ টাকার নগদ পুরস্কার, একটি গাড়ি।
প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডল-১৫-এর গ্র্যান্ড ফিনালেতে সেরা ৬ ফাইনালিস্টদের মধ্যে ৩ জনই হলেন বাঙালি। ফাইনালে মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, প্রিয়াংশু দত্ত, ছাড়াও বাকি যে ৩ জন উঠে এসেছেন স্নেহা শঙ্কর, চৈতন্য দেবাদে (মাউলি), অনিরুদ্ধ সুস্বরাম। তবে এই ৬ জনের মধ্যে লড়াইয়ে অবশেষে বিজয়ীর খেতাব জিতেছেন পাইকপাড়ার মানসী।
এদিকে বিজয়ী হওয়ার পর মানসী বলেন, ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি ট্রফি পেয়েছি। তবে আমি আশীর্বাদ ধন্য যে এত মানুষের ভালোবাসা পেয়েছি, মা-বাবা, গুরু, দর্শক, বিচারক। মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে. আমি সত্যিই কৃতজ্ঞ। সকলকে অনেক ধন্যবাদ।’