এপ্রিলের শেষের দিকে মা'কে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। করোনা কেড়ে নিয়েছে তাঁর মা রিমা ঘোষকে। মা কে প্রতি মুহূর্ত মিস করেন তিনি। সেই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয় কারো কাছেই। আজ রবিবার ডটার্স ডে। এদিনে মায়ের সঙ্গে নিজের একটি ছবি নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে পোস্ট করেন অভিনেত্রী।ছবিতে মা-মেয়েকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন দুজনে। বিশেষ দিনে মা-কে বড্ড মিস করছেন নায়িকা। এদিন ছবি পোস্ট করে ঋদ্ধিমা লেখেন, ‘মা.. আজকে ডটার্স ডে! তোমার কাছে অযথা আবদারগুলোকে মিস করছি। তোমাকে আজীবন ভালোবাসব’। মায়ের মৃত্যুর পর ঋদ্ধিমা সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছিলেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না মা তুমি নেই! এত তাড়াতাড়ি তুমি চলে গেলে! এত তাড়াতাড়ি? আমি তোমার অনুপস্থিতি প্রতিদিন, প্রতি নিঃশ্বাসে টের পাচ্ছি। খুব যন্ত্রণা হচ্ছে, অথচ আমার কষ্টটা লাঘব করবার জন্য তুমি নেই। আমি জানি না, আমার এই জীবনটা তোমায় ছাড়া কেমনভাবে কাটবে?’পাশাপাশি ঋদ্ধিমা নিজের মা-কে কথা দেন, এত দিন যেভাবে তাঁর কাজে মা গর্ব অনুভব করতেন, আগামিদিনেও একইরকমভাবে কাজ চালিয়ে যাবেন তিনি। একই সঙ্গে অভিনেত্রী জানান, ঋদ্ধিমার মধ্যেই বেঁচে থাকবেন তাঁর মা। মায়ের সব স্বপ্ন পূরণের চেষ্টা করবেন ঋদ্ধিমা, সে কথাও জানান। ‘তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। ভালো থেকো মা! হাসতে থাকো!'