ফের মা হলেন অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ। ইলিয়ানা ও তাঁর স্বামী মাইকেল ডোলান দ্বিতীয়বারের ফের একবার পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে এই খুশির খবরটি ভাগ করে নিয়েছেন ইলিয়ানা। শনিবার ইনস্টাগ্রামে ইলিয়ানা তাঁর দ্বিতীয় ছেলের নাম, মুখ প্রকাশ করেছেন। এবং তার সম্পর্কে অন্যান্য বিবরণও শেয়ার করেছেন।
ইলিয়ানা ডি'ক্রুজ, মাইকেল ডোলান দুই বছরের মধ্যে দুই সন্তানকে স্বাগত জানিয়েছেন পোস্টে। ইলিয়ানা পোস্ট থেকে জানা যাচ্ছে, তিনি তাঁর ছোট ছেলের নাম রেখেছেন কিয়ানু রাফে ডোলান। এমনকি সদ্যোজাতর একটি সাদাকালো ছবিও শেয়ার করেছে অভিনেত্রী। যেখানে শিশুটিকে সাদা পোশাকে ঘুমিয়ে থাকতে দেখা যাচ্ছে।
পোস্টের সঙ্গে ইলিয়ানা লেখেন, ‘কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয় আলাপ করিয়ে দিলাম। যার জন্ম হয়েছে ২০২৫ সালের ১৯ জুন। নিজের পোস্ট স্বাম মাইকেলকে ট্যাগও করেছেন অভিনেত্রী। ছবিটি শেয়ার করে ইলিয়ানা পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ’আমাদের হৃদয় পূর্ণ (লাল হৃদয়, ঝলকানি এবং নজরের তাবিজের ইমোজি)। ' এদিকে thebump.com মতে, কিয়ানু নামের অর্থ শীতল বাতাস, প্রাচীন এবং স্থায়ী।