আইফা অ্যাওয়ার্ডস-২০২৫-এর মঞ্চে এবার ‘লাপাতা লেডিজ’-এর জয়জয়কার। একাই ১০টি পুরস্কার জিতে নিয়েছে কিরণ রাও-এর এই ছবি। রয়েছে সেরা অভিনেত্রীর পুরস্কারও। আলিয়া ভাট (জিগরা), শ্রদ্ধা কাপুর (স্ত্রী ২), ক্যাটরিনা কাইফ (মেরি ক্রিসমাস), ইয়ামি গৌতমদের (আর্টিক্যাল ৩৭০) মতো সুপারস্টার নায়িকাদের হারিয়ে দিয়ে ‘সেরা অভিনেত্রী’র পুরস্কার জিতে নিয়েছেন 'লাপাতা লেডিজ'- অভিনেত্রী নীতাংশী গোয়েল।
তবে আন্তর্জাতির মঞ্চে ছক্কা হাকানোর পর IIFA-র মঞ্চেও এই ছবি দাপিয়ে বেড়াতে এমনটা আশাতীতই ছিল। তবে মাত্র ১৭ বছর বয়সী নবাগতার আলিয়া-ক্যাটরিনাদের হারিয়ে দেওয়াটা তাৎপর্যপূর্ণ তো বটেই। তবে পুরস্কার নিতে উঠে আইফার মঞ্চে আবেগতাড়িত হয়ে পড়েন নীতাংশী। তিনি বলেন, ‘আমার এতটা আশা করিনি। জানতাম, লাপাতা লেডিজ বাজিমাত করবে, পুরস্কার পাবে তবে আমিও যে পুরষ্কৃত হব, সেটা কল্পনাও করিনি। মনোনয়ন তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা প্রত্যেকেই অসাধারণ দক্ষ অভিনেত্রী। আমি নিজে তাঁদের অনুরাগী। এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুব খুশি।’
এরপর কথা বলতে বলতে আর নিজের আবেগকে সামলাতে পারেননি নীতাংশী। অঝোরে কেঁদে ফেলেন নীতাংশী। বলেন, ‘এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সত্যি বলতে, আমি কান্না আটকাতে পারি নি, আমার নাম ঘোষণা হতেই প্রথম যে কাজটি আমি করে বসি, সেটা হল কাঁদতে শুরু করি, ঠিক বুঝতে পারছিলাম নাম, আমার সঙ্গে কী ঘটছে! সবই ছিল শুধুই আনন্দের অশ্রু। উচ্ছ্বসিত হয়ে মা আর কিরণ ম্যামকে জড়িয়ে ধরেছিলাম। কারণ এই পুরস্কার জেতা প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। আর আমার এই স্বপ্ন সত্যি হয়েছে। আমি খুবই কৃতজ্ঞ’।
স্টেজে উঠেও কাঁদতে কাঁদতে ছবির টিম এবং তাঁর পরিবারকে ধন্যবাদ জানান নীতাংশী। এদিন ভেলভেট লাল গাউনে ভীষণই সুন্দর দেখাচ্ছিল তাঁকে। বোমান ইরানি এবং ববি দেওল তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
প্রসঙ্গত, গত বছর (২০২৪) সিনেমা হলে মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’। ছবির অন্যতম প্রযোজক হলেন আমির খান। মাত্র পাঁচ কোটি বাজেটে তৈরি এই ছবি পঁচিশ কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলে। শুধু দর্শক মহলেই নয় সমালোচকমহলেও সমাদৃত এই ছবি। পরবর্তীকালে OTT-তে মুক্তি পেতে বহু দর্শক 'লাপাতা লেডিজ' দেখেছেন ও প্রশংসায় ভরিয়েছেন।