সদ্য মুক্তি পেয়েছে খুশি কাপুর ও ইব্রাহিম আলি খানের ছবি ‘নাদানিয়া’। সইফ-পুত্রের প্রথম ছবি দেখে নানা মন্তব্য করেছেন দর্শক ও সামলোচকেরা, তবে এর বেশির ভাগটাই নেতিবাচক। তবে তা শুরু থেকেই মেনে নিয়েছিলেন ইব্রাহিম, তা নিয়ে কোনও ক্ষোভ প্রকাশ করেননি তিনি। কিন্তু এবার এক পাক-সামলোচকের মন্তব্যে ক্ষেপে লাল নবাবপুত্র। কারণ কেবল নায়কের অভিনয় নয়, তিনি ইব্রাহিমকে নোজ জব নিয়ে কটাক্ষ করেছেন, আর তা শুনেই চটেছেন অভিনেতা।
সংবাদ মাধ্যমের সদস্য থেকে পাপারাৎজি সকলের সঙ্গে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সইফ-পুত্র ইব্রাহিমের। প্রতিদিনই প্রায় পাপারাৎজিদের সঙ্গে মজার মজার কথাবার্তা বলতে দেখা যায় অভিনেতাকে। নিজের প্রথম ছবি নিয়েও বেশ উৎসাহী ছিলেন নায়ক। কিন্তু শ্রীদেবী-কন্যার খুশি কাপুরের সঙ্গে তাঁর ছবি মুক্তির পর থেকেই অভিনয় নিয়ে বেশ ট্রোল হতে হয়েছে নায়ককে। সইফের সঙ্গে তুলনা করে অনেকেই তাঁকে নানা কটূক্তি করেছেন। তবে সেই সব নিয়ে কখনওই ক্ষোভ প্রকাশ করেননি সইফ-পুত্র, কিন্তু তমুর ইকবাল নামে একজন পাকিস্তানি চলচ্চিত্র সমালোচক তাঁর অভিনয়ের পাশাপাশি তাঁকে বড় নাকের জন্য কটাক্ষ করতেই ক্ষেপে লাল নবাবপুত্র।
আরও পড়ুন: সৃজিতের ‘কিলবিল সোসাইটি’র 'আনন্দ কর' এবার ‘মৃত্যুঞ্জয়’! কবে আসছে ছবি?
তমুর ইকবালের দাবি ইব্রাহিম ছবির রিভিউয়ের ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নবাবপুত্র নাকি তাঁকে ডিএম করেছেন। যদিও তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা। পাক চলচ্চিত্র সমালোচক সেই ডিএময়ের একটি স্ক্রিনশটও শেয়ার করেছিলেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। স্ক্রিনশটে দেখা গিয়েছে ইব্রাহিম লিখেছেন, ‘তমুর নামটা অনেকটাই তৈমুরের মতো। আপনার আর আমার ভাইয়ের নাম অনেকটাই এক রকম। কিন্তু নামে মিল থাকলেও একটা বিষয়ে তাঁর সঙ্গে আপনার মোটেও মিল নেই। সেটা কী জানেন? ওঁর মতো মুখ, যা আপনার নেই। আপনার মুখ আবর্জনার মতো! আপনি এবং আপনার বলা কথা দুটোই অপ্রাসঙ্গিক, কুৎসিত, নোংরা। আমার আপনার এবং আপনার পরিবারের জন্য খারাপ লাগছে। যদি আমি আপনাকে একদিনও রাস্তায় দেখি, তাহলে আপনি যতটা কুৎসিত, তাঁর থেকেও আপনার মুখ আরও কুৎসিত করে দেব। আপনি নোংরা জিনিসে ভরা আবর্জনার।'
আরও পড়ুন: রঙের উৎসবে রক্তে রাঙা মিমি! কেমন হল ‘ডাইনি’? দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেন নির্ঝর?
এদিকে ইব্রাহিমের এই অপমান তমুরও চুপচাপ হজম করেননি। তিনি এর জবাবে লেখে, ‘হাহাহাহাহাহা এই হচ্ছেন ইব্রাহিমের আসল চেহারা। যে নকল সভ্য-ভদ্র মানুষটাকে দেখা যায় আদতে সে মোটেই তা নয়! হ্যাঁ, নোজ জবের বিষয়ে হয়তো আমার ও ভাবে বলা ঠিক হয়নি। আমি আপনার বাবার কাজের বড় ভক্ত। তাই একটাই কথা বলব ওঁকে হতাশ করবেন না।'
সমালোচক তাঁর ইনস্টাগ্রামে এই স্ক্রিনশটটি শেয়ার করার পরপরই, নেটিজেনরাও নানা মন্তব্য করেছেন। একজন সইফের স্ত্রী করিনা কাপুর খানকে ট্যাগ করে লিখেছেন, ‘@kareenakapoorkhan দয়া করে ওঁকে সমালোচনা কীভাবে নিতে হয় শেখান। জানান যে, ভালো ভাবেও কেমন করে প্রতিক্রিয়া জানানো যায়।’ আর একজন ইব্রাহিমকে সমর্থন করে সমালোচকের উদ্দেশ্যে লেখেন, ‘আমরা সবটাই দেখতে চাই, আপনি কী লিখেছেন তাও আমাদের দেখান। তাহলেই বোঝা যাবে আপনি ওঁর কী ধরনের প্রতিক্রিয়া পাওয়ার যোগ্য।’