
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চারিদিকে এখন ‘বাদাম কাকু’র জয়জয়কার। ‘কাঁচা বাদাম’ গেয়ে ভাইরাল হয়েছিলেন বীরভূম জেলার শিল্পী ভুবন বাদ্যকর। পেশায় তিনি বাদাম বিক্রেতা। এইমুহূর্তে নেটপাড়া সরগরম তাঁর গানের ভিডিয়োতে। শুধু রাজ্য বা দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে গানটি। দিন কয়েক আগেই রাজ্য পুলিশের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে ‘বাদাম কাকু’কে।
বৃহস্পতিবার ইলামবাজারের এক অনুষ্ঠানে হাজির ছিলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকর। সেখানে গিয়ে এক বড়সড় ঘোষণা করলেন তিনি। আর বাদাম বিক্রি করবেন না বলে জানিয়ে দিলেন বীরভূমের ‘বাদাম কাকু’। তাঁর সাফ মন্তব্য, ‘আমি এখন সেলিব্রিটি হয়ে গিয়েছি। এখন বাদাম বিক্রি করলে সবাই ঘিরে ধরবে, বাদামই বিক্রি হবে না। আর আপনাদের কাছে যখন পৌঁছে গিয়েছি, তখন আর আশা করি, বাদাম বিক্রি করতে হবে না।’
‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম...', এই গান গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি। বীরভূমের কুড়ালজুড়িতে গায়ক ভুবন বাদ্যকরের বাড়িতে এক সারি সারি মানুষের দল। কেউ তার সঙ্গে দেখা করতে আসেন। কেউ নিয়ে আসেন উপহার। বার্নপুরের একঝাঁক তরুণ-তরুণী ‘বাদাম কাকু’র পাশে দাঁড়িয়ে তাঁকে পিয়ানো উপহার দিয়েছিলেন। শাল, কম্বল, ফুল ও মিষ্টিতে সংবর্ধনা দেওয়া হয় তাঁদের তরফে।
উপহার হিসেবে বাদ্যযন্ত্র পেয়ে আবেগে আপ্লুত ভুবনবাবু। নিজের মনের বাসনার কথা প্রকাশ করেছেন তিনি। বলেছিলেন, গায়ক হতে চান। এবার 'গোধূলি’ নামে এক মিউজিক কোম্পানি তাঁর সেই দাবি পূরণে এগিয়ে এসেছে। বৃহস্পতিবার ইলামবাজারে তাদের তরফেই ভুবন বাদ্যকরকে সংবর্ধনা দেওয়া হয়।
ইলামবাজারের অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুবন বাদ্যকর বলেন, ‘ওরা আমাকে সংবর্ধনা দিল। আর তিন লক্ষ টাকার চুক্তি হয়েছে।’ প্রসঙ্গত, এ দিনই স্বাক্ষরিত হয়েছে চুক্তি পত্রের। এদিনই দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় ‘বাদাম কাকু’র হাতে। পরে আবার দেড় লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি বাদাম বিক্রি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘না না, এখন আর বাদাম বিক্রি করি না। এখন তো আমি সেলিব্রিটি। বাদাম বেচতে গেলে সবাই ঘিরে ধরে, বাদাম বিক্রি হয় না।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports