তামিল 'টাম টাম' গানে নেচে ট্রেন্ডিংয়ে হৃত্বিক রোশন, নেটপাড়া বলছে…
1 মিনিটে পড়ুন Updated: 13 Apr 2023, 02:23 PM ISTগত ২৬ মার্চ পোস্ট হয় হৃত্বিক রোশনের রি-এডিট করা 'টাম টাম' ভিডিয়োটি। নেটপাড়ার অনেকেই ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ‘ও মাই গড, একদম পারফেক্ট হ্যায় রে বাবা।’ কেউ লিখেছেন, ‘দারুণ তো’। কারোর কথায়, ‘যিনি এই ভিডিয়োর সম্পাদক তাঁর প্রতি আমার বিশেষ সম্মান রয়েছে।’ কারোর কথায়, ‘এটা তো দারুণ মজার’।
ভাইরাল 'টাম টাম'-এ হৃত্বিক