কোলে ছোট্ট রাহাকে নিয়ে রণবীর কাপুরএবংআলিয়া ভাট অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে যোগদানের পর ইতালি থেকে ফিরেছেন। কিন্তু সবার চোখ ছিল তাঁদের নতুন বিলাসবহুল গাড়ির দিকে যা মুম্বইয়ে তাদের বিল্ডিং ‘বাস্তুতে’ প্রবেশ করেছে। সোমবার বিকেলে গাড়িটি তাঁদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে প্রবেশ করে। কিন্তু রণবীর বা আলিয়াকে ভেতর থেকে দেখা যাচ্ছিল না।
আরও পড়ুন : (মেয়ের জন্মে আনন্দে বরুণ, শুভেচ্ছা প্রিয়াঙ্কা-করণের! প্রথম সন্তানের নাম কী রাখলেন)
রণবীর ও আলিয়ার নতুন গাড়ি
গাড়ি নিয়ে যে রনলিয়ার শখের শেষ নেই তা বলাই বাহুল্য।তাই আবারও এক নতুন সদস্যকে যোগ করে নিলেন তাঁদের গাড়ির কালেকশনে। বলিউড দম্পতির এই নতুন গাড়িটি রণবীর-আলিয়ার বাসভবনের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেই ছুটে যায় পাপারাজ্জি। এটি একটি রুপোলি রঙের লেক্সাস এলএম, কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অনুসারে বিলাসিতার এক নতুন মান সেট করার জন্য তৈরি করা হয়েছে এই গাড়ি। এর বৈশিষ্ট্যগুলি হল, এটিতে রয়েছে মাল্টি-স্পোক চাকা, রিমডেলড সুইট। গাড়িটির দাম ২.৫ কোটি টাকা।
এপ্রিলের শুরুতে, রণবীর একটি বেন্টেলি কিনেছিলেন। এই বেণ্টেলি চালানো অবস্থায় ক্যামেরায় ধরা দেন রণবীর, পাশে বসে ছিলেন স্ত্রী আলিয়া ভাট। নবদম্পতি জ্যাকি ভাগনানি এবং রাকুল প্রীত সিংয়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তাঁরা।
আরও পড়ুন : (কী মিষ্টি! ইয়ালিনির নতুন ছবি দিলেন মাম্মা শুভশ্রী, এবারে ফ্রেমে নিলেন না রাজ-ইউভানকে)
Siasat.com-এর 2023 সালের রিপোর্ট অনুসারে, রণবীর একটি Land Rover Range Rover Autobiography (৩.২৭ কোটি), একটি Audi A8 L (১.৭১ কোটি), একটি Mercedes-AMG G 63 ( ₹২.২৮ কোটি), একটি Audi R8 (২.৭২ কোটি)এর মালিক । এদিকে, আলিয়ার গাড়ির সংগ্রহের মধ্যে রয়েছে একটি Land Rover – Range Rover Vogue (২.৮ কোটি), একটি Audi A6 (৭০ লাখ), একটি BMW 7-Series (১.৮ কোটি), একটি Audi Q5 (৭৯ লাখ), এবং একটি Audi Q7 (৯৪ লাখ)।
রণবীর এবং আলিয়া ১৪ই এপ্রিল ২০২২-এ গাঁটছড়া বাঁধেন এবং ৬ই নভেম্বর ২০২২-এ কন্যা রাহার বাবা-মা হন । সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ারে’ আবার জুটি বাঁধবেন তাঁরা।