নভেম্বরে ছেলে ইউভানের পর মেয়ের জন্ম দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর রাজ চক্রবর্তী। ৩০ নভেম্বর দুপুরের দিকে, সামাজিক মাধ্যমে সুখবর শেয়ার করেন তৃণমূলের বিধায়ক-পরিচালক। ইতিমধ্যেই ৬ মাস পূর্ণ করেছে ইয়ালিনি। তবে এখনও মেয়ের মুখ দেখাননি তাঁরা।
সোমবার রাতে মেয়ের আরও একটা ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী। রাজের ছোট্ট ডল পুতুলের গায়ে হলুদ রঙের একটি ফ্রক। আর পায়ে সাদা রঙের মোজা। মেয়ের ঝলক ফের একবার ইনস্টা স্টোরিতে ভাগ করে নিলেন মাম্মা।
গত মাসে রবিবারের এক সকালে তাঁদের পরিবারের প্রভাতী আড্ডার ছবি দিয়েছিলেন শুভশ্রী। যেখানে দেখা গিয়েছিল দুই ছেলে-মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজ। ছবি দেখে মনে হচ্ছে, ইউভান আর ইয়ালিনি নিজেদের মধ্যে গল্পে মজে। তবে সেই ছবিও পিছন থেকেই তোলা হয়েছিল। সেবারেও মেয়ের মুখ দেখাননি তিনি।
আরও পড়ুুন: ভোটের ফলের আগে ক্রিকেট মাঠে দেবের চার-ছয়! পিটিয়ে ছাতু করলেন রুক্মিণীকেও
এই ছবির কমেন্ট সেকশনে ইয়ালিনিকে দেখার আবদার করেছিলেন ভক্তরা। একজন লিখেছিলেন, ‘মেয়ের মুখ দেখাও, এত নাটক করার কী দরকার’। দ্বিতীয়জন লেখেন, ‘বিপাশা বসুর মেয়ের হেয়ারস্টাইলের কপি পেষ্ট। এদের জীবনটাই জেরক্স কপি’। তৃতীয়জন লিখলেন, ‘আমি নিশ্চিত ইয়ালিনি খুব মিষ্টি। একটু মুখ দেখাও না দিদি’।
দ্বিতীয় প্রেগন্যান্সির সময়, শুভশ্রীর প্রথম থেকেই ইচ্ছে ছিল ছেলের পর যেন তাঁর কোল আলো করে একটি কন্যা সন্তান আসে। এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতেও শোনা গিয়েছিল, ‘ঈশ্বর প্রতি মুহূর্তে কত নারী সৃষ্টি করছেন। এটা আমার তার কাছে অল্পই চাওয়া--আমি যেন কন্যা সন্তানের জন্ম দিই এবার।’ রাজও জানিয়েছিলেন, প্রথম থেকেই তাঁদের ঠিক ছিল দুই সন্তান নেবেন। আর সেই মতো, ইউভানের ৩ বছর হতে না হতেই, জন্ম ইয়ালিনির।
আরও পড়ুন: ইতালিতে জিভায় মজে ধোনি! আম্বানির পার্টি থেকে বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন সাক্ষী
কাজের সূত্রে, শুভশ্রীকে এরপর দেখা যাবে বাবলি সিনেমাতে। যা পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। বুদ্ধদেব গুহ-র বিখ্যাত উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাজ। ইতিমধ্যেই সামনে এসেছে এই সিনেমার টিজার। যাতে ফুটে উঠেছে অভি (আবির চট্টোপাধ্যায়) আর বাবলি (শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের) চমৎকার রসায়ন। টিজারে দুজনের বেশ কিছু ঘনিষ্ঠও দেখানো হয়েছে। এখন শুধু ট্রেলার সামনে আসার অপেক্ষা। বাবলিতে আরও রয়েছেন সৌরসেনী মৈত্র।
এছাড়াও এসভিএফের প্রযোজনায় মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীদের নিয়ে একটি সিনেমা বানাচ্ছে রাজ। তাতেও থাকছেন শুভশ্রী। সঙ্গে দেবালয় ভট্টাচার্যের ভূতের সিনেমাতেও দেখা যাবে ইউভান-ইয়ালিনির মিষ্টি মাম্মাকে।