পর্দায় ফের একবার বাওয়াল করতে দেখা যাবে অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকে। অপেক্ষার অবসান। আজ থেকে শুরু হল ‘হেরা ফেরি ৩’-র শ্যুটিং। দীর্ঘ ১৭ বছর ধরে ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির অপেক্ষায় দর্শক। কমেডি ঘরানার এই ছবিতে হাসতে হাসতে পেটে ব্যথা উঠেছিল দর্শকের।
বাবু ভাইয়া, রাজু আর ঘনশ্যাম- এই আইকনিক ত্রয়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এই তিন চরিত্রে আগেই দেখা গিয়েছে অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালকে। এ দিকে ‘হেরা ফেরি ৩’ ছবির জন্য প্রথমে শোনা যাচ্ছিল কার্তিক আরিয়ানের নাম। কিন্তু অক্ষয়ের জায়গায় কার্তিককে দেখতে নারাজ অনুরাগীরা। তাঁদের দাবি মেনে অক্ষয়-সুনীল-পরেশ ত্রয়ীকেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন ছবির নির্মাতারা।
২০০০ সালে মুক্তি পেয়েছিল ‘হেরা ফেরি’। এরপর ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ ছবিতে প্রত্যাবর্তন হয় অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল ত্রয়ীর। দেশের সবথেকে বড় কমেডি ছবি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দর্শক। আরও পড়ুন: কালো মিনি ড্রেসে বোল্ড রাকুল প্রীতি, ঝড় তুললেন নেটদুনিয়ায়