বক্স অফিসে গদর ২-এর রমরমা কিন্তু থামার নামই নিচ্ছে না। শুক্রবার ১১ অগস্ট মুক্তি পেয়েছিল সানি দেওল ও আমিশা পাটেলের এই ছবিখানা। দেখতে দেখতে এসে গেল আরও একটা শুক্রবার। অর্থাৎ এক সপ্তাহের লম্বা সফর শেষ করে ফেলল ছবিখানা। তাতে সিনেমার টিকিট বিক্রিতে একটুও ভাঁটা আসেনি। সপ্তাহান্তের ছুটির দিনগুলোর মতোই, সপ্তাহের মাঝের কাজের দিনগুলোতেও লোক ভিড় জমাচ্ছে হলে। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, বৃহস্পতিবার গদর ২ হলে ব্যবসা করল ২২ কোটির কাছাকাছি।
গদর ২-এর বক্স অফিস কালেকশন:
১১ অগস্ট মুক্তি পাওয়ার পর থেকেই অপ্রতিরোধ্য অনিল শর্মা পরিচালিত এই ছবি। জানা যায় ছবির বাজেট নাকি মাত্র ৮৮ কোটি। সেখানে ছবি ভারতের বাজারে ইতিমধ্যেই ব্যবসা করে ফেলেছে ২৮৩ কোটির। আশা করা যাচ্ছে, চলতি শুক্র-শনি-রবি-র ব্যবসার অঙ্ক ধরলে তা পেরিয়ে যাবে সাড়ে তিনশো কোটি। এক নজরে দেখে নিন কোনদিন কত টাকার ব্যবসা করেছে গদর ২-
শুক্রবার ১১ অগস্ট: ৪০.১ কোটি
শনিবার ১২ অগস্ট: ৪৩.৮ কোটি
রবিবার ১৩ অগস্ট: ৫১.০৭ কোচি
সোমবার ১৪ অগস্ট: ৩৮.৭ কোটি
মঙ্গলবার ১৫ অগস্ট:৫৫.৪০ কোটি
বুধবার ১৬ অগস্ট: ৩৪.৫০ কোটি
বৃহস্পতিবার ১৭ অগস্ট: ২২.০০ কোটি
আপাতত সানি দেওলের কেরিয়ারের সবথেকে বেশি উপার্জনকারী ছবি হল ‘গদর ২’। এমনিতেও ধর্মেন্দ্র-পুত্র গত কয়েক বছরে যে কটি ছবি করেছেন তা ফ্লপ করে বক্স অফিসে। তা সে ২০১৮ সালের ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’ হোক বা ‘চুপ: রিভেঞ্জ অফ দ্য আর্টিস্ট’। আপাতত সানি দেওলের হাতে রয়েছে আরও দুটো ছবি ‘বাপ’ ,‘সূর্য’।
প্রসঙ্গত, চলতি বছরের সবচেয়ে উপার্জিত বলিউড ছবি হিসেবে পয়লা নম্বরে রয়েছে ‘পাঠান’। শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের ছবিখানা বক্স অফিসে হাজার কোটির উপর ব্যবসা করে বিশ্বব্যপী, যার মধ্যে ভারতীয় বাজার থেকে আয় ছিল ৫৪৩ কোটি (sacnilk.com-এর রিপোর্ট অনুসারে)। আপাতত তারপরেই আছে গদরের নাম। আশা করা যাচ্ছে, বক্স অফিসের এই ধারা বজায় থাকলে হয়তো ৫০০ কোটির ঘর ছুঁয়ে ফেলতে পারবে ‘গদর ২’-ও।
২০০১ সালে মুক্তি পায় গদর: এক প্রেম কথা-র সিক্যুয়েল গদর ২। তারা ও সাকিনার প্রম কাহিনি ছিল সেখানে। বউকে দেশে ফিরিয়ে আনতে সেই সময় পাকিস্তান আর্মির সঙ্গে লড়াই করেছিল তারা সিং। আর এবারে সিক্যুয়েলে সে পড়শি দেশে গিয়েছে ছেলে জিতেকে ফিরিয়ে আনতে। যে প্রেম সম্পর্কিত কারণেই পাকিস্তানের সেনার হাতে ফের বন্দি। ১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট, ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে ‘গদর ২’। ফলত দেশাত্মবোধের ছাপ রয়েছে ছবির পরতে পরতে।