অবশেষে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে হৃত্বিক-দীপিকা জুটির প্রথম ছবি 'ফাইটার'। তবে মুক্তির আগে এই ছবির সেন্সর নিয়ে কিছু কম চর্চা হয়নি। মুক্তির দোরগোড়ায় এসে সেন্সর বোর্ডে কোপে পড়েছিল এই ছবি। (U/A) সার্টিফিকেট পেতে ফাইটার নির্মাতাদের ছবির এক দৃশ্য ছেঁটে ফেলার পরামর্শ দিয়েছিলেন CBFC কর্তারা। 'ফাইটার'-এ যৌনতার গন্ধমাখা দৃশ্যের সঙ্গে আরও বেশকিছু ছোট-খাটো পরিবর্তন আনা হয়েছিল। তবেই মেলে শংসাপত্র।
এখানেই শেষ নয় সেন্সর বোর্ডের কাঁচিতে 'ফাইটার' থেকে বাদ পড়েছিল 'ইশক জ্যায়সা কুছ', ও ‘দিল জা রাহা হ্য়ায়’ গানটি। তবে এই কাঁচি চলেছিল শুধুমাত্র এদেশে। কিন্তু 'ফাইটার' তো মুক্তি পেয়েছে দেশের বাইরেও। যেসমস্ত ভারতীয় দর্শক দেশের বাইরে এই ছবি দেখেছেন, তাঁরা হৃত্বিক-দীপিকার গদগদ রসায়নে মাখা 'দিল জা রাহা হ্য়ায়' গানের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আর পোস্ট করা মাত্রেই ভাইরাল সেই ভিডিয়ো ক্লিপ। গানের সেই দৃশ্যে ধরা পড়েছে হৃত্বিক-দীপিকার মাখোমাখো রোম্যান্স। যা নেটপাড়ার দ্রুত ভাইরাল হয়েছে। নেটপাড়ায় অনেকে এটাকে ‘পয়সা উসুল’ ছবির তকমা দিয়েছেন।
আরও পড়ুন-চুপিচুপি রাতের অন্ধকারে রামমন্দিরে গিয়েছিলেন শাহরুখ? ভিডিয়ো ঘিরে শোরগোল! সত্যিটা কী?
আরও পড়ুন-বাদশা ভালো লোক, সেই বিতর্কের জন্যই হয়ত আমাকে অনেকে জেনেছিলেন! পদ্মশ্রী পেয়ে গর্ব হচ্ছে, ধন্য: রতন কাহার