1 মিনিটে পড়ুন Updated: 12 Oct 2023, 11:29 AM ISTTulika Samadder
সোশ্যাল মিডিয়ায় পাপারাজ্জো শেয়ার করা ভিডিয়োতে অমিতাভ বচ্চনকে দেখা গেল ট্র্যাডিশনাল লুকে। জলসার বাইরে তখন পা ফেলারও জায়গা নেই। অনুরাগীরা বলছে, ‘আপনিই শহেনশাহ’।
জলসার বাইরে অমিতাভ বচ্চন।
তিনি বলিউডের শহেনশাহ। তাঁর ভক্তদের কাছে তিনিই ভগবান। আর বলিউডের সেই মহান ব্যক্তিত্বের জন্মদিন যে স্পেশাল হবে, তা বলার অপেক্ষা রাখে না। অমিতাভের জন্মদিনের আগের রাত থেকেই ভিড় জমেছিল জলসা-র গেটে। পরদিন সকালেও একই ছবি। একাবারে ফুলের মালা নিয়ে হাজির হন সবাই। আর অনুরাগীদের মনোবাঞ্ছা পূরণে বাংলোর গেটের বাইরে আসেন বিগ বি-ও। অসাধারণ সেই মুহূর্ত এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
সোশ্যাল মিডিয়ায় পাপারাজ্জো শেয়ার করা ভিডিয়োতে অমিতাভ বচ্চনকে দেখা গেল ট্র্যাডিশনাল লুকে। বাড়ির সামনে থাকা উঁচু ফ্ল্যাটফর্মটির উপর দাঁড়িয়ে হাত জোর করে ধন্যবাদ জানাচ্ছে, হাত নেড়ে করছেন অভিবাদন। স্পিকারে বাজছিল অমিতাভের দেওয়া হিট সব গান। কেউ পরিয়ে দেন বিগ বি-র গলায় মালা। হচ্ছিল পুষ্প-বৃষ্টি।
অনেকেই মুঠোফোনে সেই ভিডিয়ো বন্দি করে শেয়ার করে নিয়েছেন সোশ্যাল সাইটে। এক ভক্ত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই শুভদিনের অনেক অনেক শুভ প্রত্যাবর্তন। আরো অনেক দিন আমাদের সঙ্গে থাকতে হবে আপনাকে। সুখে থাকুন এবং আমাদেরও এভাবেই সুখী রাখুন। আপনি একজন জীবন্ত কিংবদন্তি। আমরা সবাই এই বয়সে এখনও আপনার কাজে অনুপ্রাণিত। শুভ জন্মদিন’। আরও পড়ুন:‘কল্কি’ থেকে প্রকাশ্যে অমিতাভের ফার্স্ট লুক! চোখ ধাঁধাল দর্শকদের,ছবি মুক্তি কবে?
আরেকজন লিখলেন, ‘দেখেই গায়ে কাঁটা দিচ্ছে। একটা মানুষকে কত লোক ভালোবাসতে পারে। তারকাদর এত ভালোবাসা দিতে পারে শুধু ভারতীয়রাই। হলিউডের তারকারাও নিশ্চিত হিংসে করবেন অমিতাভ-শাহরুখদের জনপ্রিয়তাকে।’