২৮ এপ্রিল, শনিবার ৩৬-এ পা দিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আর জন্মদিনে অনুরাগীদের কাছ থেকে নানান উপহার এসেছে সামান্থার কাছে। তবে যার মধ্যে রয়েছে বিশেষ একটি উপহার, যা পেয়ে অভিভূত অভিনেত্রী। সেই উপহারের কথা শুনলে আপনিও চমকে যাবেন।
তা কী পেয়েছেন সামান্থা?
জন্মদিনে সামান্থার নামে তৈরি হয়েছে আস্ত একটা মন্দির। যেটি কিনা রয়েছে অন্ধ্রপ্রদেশে। সন্দীপ নামে সেখানকার এক সামান্থা অনুরাগী নিজের বাড়িতেই এই মন্দির বানিয়েছেন। সেখানে রেখেছেন সামান্থার মুখের আদলে তৈরি একটি মূর্তি। যাতে পরানো হয়েছে লাল শাড়ি, সবুজ ব্লাউজ। সামান্থার জন্মদিনে প্রতিবেশীরা সন্দীপের বাড়িতে এসে সামান্থার মূর্তির সামনেই কেক কাটেন। সন্দীপের কথায়, তাঁর ইচ্ছা ছিল বড় মন্দির বানানোর, তবে টাকার অভাবে সেটা সম্ভব হয়নি। তাঁর কথায়, সামান্থা নিজে সবসময় দুঃস্থদের পাশে দাঁড়ান, অনেকের হার্টের অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছেন, তাঁর এই মানসিকতার জন্য উনি আমার এত প্রিয়।
আরও পড়ুন-ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে টম ক্রুজদের সঙ্গে আমন্ত্রিত সোনম কাপুর
আরও পড়ুন-‘শুধু কানে নয়, আমার শরীরের আরও অনেক জায়গাতে চুল গজায়’, সামান্থার কথায় একী বললেন চিট্টিবাবু!