বিয়ের পর প্রথম জন্মদিন, সেলিব্রেশন হবে না তাও কি হয়! হলও তাই। পঞ্চব্যঞ্জনে নতুন বউ শ্রীময়ীর জন্মদিন পালন করলেন কাঞ্চন। খাওয়া-দাওয়া থেকে উপহার, সবেতেই ছিল এলাহি আয়োজন। তারই নানান ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রীময়ী। জন্মদিন কীভাবে কাটছে, সেকথা Hindustan Times Bangla-কে অকপটে জানিয়েছেন শ্রীময়ী চট্টরাজ নিজেই।
শ্রীময়ীকে ফোনে আমাদের তরফে শুভেচ্ছা জানাতেই হাসিমুখে তা গ্রহণ করেন অভিনেত্রী। জীবনের এই বিশষ দিনটি কীভাবে উদযাপন করছেন প্রশ্ন করতেই তিনি বলেন, ‘আজকে কোনও কাজ করিনি। সকাল থেকে শুধুই খাওয়াদাওয়া করেছি। দুপুরের লাঞ্চে মা রান্না করেছেন অনেককিছু, আর সবকিছু অ্যারেঞ্জ করেছে কাঞ্চন। মেনুতে অনেককিছু ছিল, পোলাও, ভাত, ডাল, মাছ, মাংস, ধোকার ডালনা, পনির, আরও অনেককিছু। এখন এসেছি পার্লারে (বিকেলে কথা বলার সময়) আমার নেইল এক্সটেনশনটা করার দরকার ছিল।’
আর জন্মদিনে উপহার কী কী পেলে?
শ্রীময়ী: প্রচুর উপহার পেয়েছি। জারা-র একটা ড্রেস, ভোগ-এর সানগ্লাস, কেপ্রিজের ব্যাগ, ব্রেসলেট, ঘড়ি, আর সবই কাঞ্চন দিয়েছে। এছাড়াও অনেকগুলো অনেকগুলো অনলাইন অর্ডার করেছিলাম, সেগুলোও কাঞ্চনই দিয়েছে। আর মা টাকা দিয়েছে।
মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তো?
শ্রীময়ী: না, না যাইনি। ওটা আসলে কাঞ্চনের শ্যুটিং চলছিল সৃজিতদার ছবির। ও ওখানে ৩-৪দিন ছিল। মাঝে আমারও শ্যুটিংয়ের ২দিন অফ ছিল। তাই ওর (কাঞ্চনের) দাদা-বউদি, ননদ-ননদাই সবাই মিলে ২দিন ছুটি কাটিয়ে এসেছি। ওরা পাশে একটা হোটেল নিয়েছিল। আর আমি কাঞ্চনের সঙ্গেই থেকে গিয়েছিলাম, কারণ ওর ডে-লাইটে প্য়াকআপ হয়ে যেত।
তবে মধুচন্দ্রিমাতেও যাব (হাসি)। বিয়ের ৫-৬মাসে কেটে গিয়েছে এখনও হানিমুনে যাইনি বলে অনেকের কাছে ক্ষোভ প্রকাশ করেছি, খুব দুঃখ করেছি। তাই কাঞ্চন সারপ্রাইজ দেবে বলেছে। তবে কাঞ্চন বলেছে, ‘এমন জায়গায় নিয়ে যাব, যে গেলেই মন খুশি হয়ে যাবে।’ কোথায় যাচ্ছি, সেটা নিশ্চয় সকলকে জানাব।
'সেলিব্রেশ এখনও বাকি'
এদিকে জন্মদিনের সেলিব্রেশন প্রসঙ্গে শ্রীময়ী জানান, মা-বাবা কালই আমার কাছে এসেছেন। তবে সেলিব্রেশন এখন অর্ধেক হয়েছে। বিকেলে শ্বশুরবাড়ির লোকজন আসবে। তারপর আবার বাকি সেলিব্রেশন হবে। তাই তাড়াহুড়ো করছি। পার্লার থেকে বাড়ি গিয়েই আয়োজন হবে।