টলিপাড়ায় আবার বিয়ের সানাই। সদ্য়ই সাত পাকে বাঁধা পড়েছেন ‘উড়ন তুবড়ি’ সোহিনী বন্দ্যোপাধ্যায়। তার আগে গাঁটছড়া বেঁধেছেন সন্দীপ্তা সেন, দর্শনা বনিকরা। এবার জি বাংলার আরও এক অভিনেত্রী বসছেন ছাদনা তলায়। প্রেমের মাসেই মনের মানুষের গলায় মালা দিতে চলেছেন ‘সোহাগ জল’-এর মউ অর্থাৎ অভিনেত্রী অস্মিতা মুখোপাধ্যায়। ভালোবেসেই সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী, পাত্র ব্যবসায়ী রামগোপাল বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন-টুকটুকে লাল বেনারসিতে সাবেকি সাজ, স্কুলজীবনের প্রেমিককে বিয়ে করলেন ‘উড়ন তুবড়ি’ সোহিনী
১৪ বছরের বন্ধুত্ব অস্মিতা-রামগোপালের। কলেজ জীবনে কমন ফ্রেন্ডের সূত্রে আলাপ। ক্রমেই মজবুত হয়েছে সম্পর্কের বন্ধন। বন্ধুত্বে লেগেছে প্রেমের রঙ। প্রেমের কথা কখনও আড়াল করেননি দুজনে। সমাজমাধ্যমের পাতায় একগুচ্ছ ছবি দেখা গিয়েছে তাঁদের। কবে বিয়ে অভিনেত্রীর? তাঁর বিয়ের পরিকল্পনাই বা কী? বিস্তারিত জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয় অস্মিতার সঙ্গে।
অভিনেত্রী বললেন, ‘আগামী ২৬শে ফেব্রুয়ারি আমরা বিয়েটা সারছি। একদিন বসে গল্প করতে করতে হঠাৎ ও বলল, চল একসঙ্গে থাকি। শুরুতেই জানিয়েছিল একসঙ্গে থাকতে গেলে কাগজে-কলমে সব পাকা করে তবেই থাকব। ব্যাস, আমার বাড়ির লোকের সঙ্গে ও কথা বলল। কাকু-কাকিমা আমাকে আগে থেকেই চিনতেন। সবটা কেমন চটজলদি হয়ে গেল’।

প্রি-ওয়েডিং ফটোশ্য়ুটে অস্মিতা-রামগোপাল
আপাতত বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত তিনি। হুগলির ডানকুনির মেয়ে অস্মিতা। নদিয়ার মাটিয়ারির বনেদি বাড়ির ছেলে রামগোপল। যদিও কলকাতায় ডানলপে ফ্ল্যাট রয়েছে অস্মিতার হবু বরের। বাঙালি সাবেকি রীতি মেনেই হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান। বাঙালি থিমের বিয়ে, সিঁদুরে লাল বেনারসিতে সাজবেন অস্মিতা।
সোনারপুর রোড লাগোয়া বনবীথি রিসর্টে বসছে অস্মিতা-রামগোপালের বিয়ের রাজকীয় আসর। বিয়ের মতো রিসেপশনেও শাড়ি পরবেন অভিনেত্রী। তবে বেনারসি নয়, ডিজইনার তমশ্রীর নকশাকাটা শাড়িতে সাজবেন অস্মিতা। তাঁর বরের সাজানোর দায়িত্বও তমশ্রীর ঘাড়েই।

বিয়ের আগে চলছে জমিয়ে অস্মিতা-রামগোপালের আইবুড়ো ভাত খাওয়ার পর্ব
পারাবারিক ব্যবসার দায়িত্ব সামলানোর পাশাপাশি পেশাদার স্তরে ক্রিকেট খেলেন রামগোপাল। আপতত হবু বর-কনে ব্যস্ত বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিতে। সঙ্গে জমিয়ে চলছে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব।
‘সোহাগ জল’ সিরিয়ালে শ্বেতার বড় জা-র ভূমিকায় অভিনয় করেছিলেন অস্মিতা। এছাড়া নয়নতারা মেগা-কেও দর্শক দেখেছে তাঁকে। আকাশ আটের ‘গল্প হলেও সত্য়ি’, ‘বালিকা বধূ’র মতো প্রোজেক্টের অংশ থেকেছেন অস্মিতা। সম্প্রতি ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’ ছবিতে দেখা মিলেছে অস্মিতার। আপতত ছোটপর্দা থেকে দিন কয়েকের বিরতি নিয়েছেন। অস্মিতা বললেন, ‘মেগা সিরিয়াল মানে লম্বা একটা সময়ের কমিটমেন্ট। বিয়ের জন্য বেশ কয়েকদিন ছুটি দরকার, আপতত ফাঁকা পেয়ে বিয়েটা সেরে নিচ্ছি। খুব শীঘ্রই টেলিভিশনে ফিরব’।