কিছুদিন আগেই থেকেই একটার পর একটা ইঙ্গিতবহ পোস্ট করে চলেছেন ঋষি কৌশিক। কখন ছবির ক্যাপশনের মাধ্যমে আবার কখন গল্প বলার ছলে ভিডিয়ো বানিয়ে তাঁর সম্পর্ক ভাঙার আভাস দিয়েছেন অভিনেতা। সত্যি কী বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি? আসলে ঠিক কী কী কারণে এই সদ্ধান্ত? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে নায়কের সঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলা যোগাযোগ করে।
আজ থেকে ১২ বছর আগে দেবযানী চক্রবর্তীর সঙ্গে ঘর বাঁধেন ঋষি কৌশিক। স্ত্রীর সঙ্গে সমাজ মাধ্যমের পাতায় নানা ছবিও শেয়ার করে নিতেন নায়ক। 'দিদি নম্বর ১'-এর মতো নানা অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। সেখানে তাঁদের দেখে আদর্শ দম্পতি বলে মনে হলেও, আদতে তাঁদের সম্পর্কে চিড় ধরে ছিল অনেক দিন আগে থেকেই। অন্তত অভিনেতার বক্তব্যে তো তেমনই আভাস। কিছুদিন আগে তিনি যে ভিডিয়োটি শেয়ার করেন সেখানে রূপকের আড়ালে থেকে জানান, বিয়ের ৬ মাস পর থেকেই নাকি তিনি অনুভব করেন এই সম্পর্ক দীর্ঘস্থায়ী করা মুশকিল। তাও তিনি চেষ্টা চালাতে থাকেন সবটা ঠিক করার, আশা রাখেন বদল আসবে। কিন্তু সে আশা আর বাস্তবের রূপ নেয় না। দিনের পর দিন সমস্যা বাড়তে বাড়তে আজকের এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: ‘যদি খারাপ মানুষের শরীর-মন থেকে দুর্গন্ধ ছড়াত…’, দেবযানীর প্রতিই কি ফের অভিযোগ ঋষি কৌশিকের?
আসলে ঠিক কী কী ঘটনা থেকে এই চরম সদ্ধান্তে পৌঁছতে বাধ্য হলেন নায়ক? তা জানার জন্য ঋষি কৌশিক সঙ্গে হিন্দুস্থান টাইমস বাংলা যোগাযোগ করলে তিনি কথা বলতে অস্বীকার করেন। স্পষ্ট জানান, 'আমি এই নিয়ে কোনও কথা বলতে চাই না, ধন্যবাদ।'
আরও পড়ুন: ঋষি কৌশিককে মানসিক রোগী প্রতিপন্ন করতে চেয়েছেন দেবযানী! ১২ বছর পর বিচ্ছেদের পথে তারকা দম্পতি?
প্রসঙ্গত, প্রথমে ছবি পোস্ট করে তাঁর সম্পর্ক ভাঙা নিয়ে আভাস দেন নায়ক। তারপর একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি নিজের জীবনের ঘটনাকেই একটি ছেলে ও মেয়ের গল্প হিসেবে রূপকের আড়ালে বলতে শুরু করেন। সেখানে ঋষি জানান একটি মেয়ে যে ভীষণই উশৃঙ্খল, বেপরোয়া সে ছেলেটিকে বাধ্য করে সম্পর্কে আসতে। ছেলেটি বিয়েও করতে চায় না কিন্তু সে নিজেকে বদলে নেবে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিয়েও করে। কিন্তু মেয়েটি বিয়ের পর আরও উশৃঙ্খল হয়ে ওঠে। দীর্ঘ ১২ বছর ছেলেটি সব সহ্য করে ছেলেটি। চেষ্টা করে সংসারকে টিকিয়ে রাখার। কিন্তু তাতে সে বিফল হয়। অন্যদিকে, তাঁর স্ত্রী বাইরে লোকের কাছে নিজেকে লক্ষ্মীমন্ত দেখায়। পাশাপাশি ইদানিং নাকি সে সবাইকে বলে বেড়াতো যে ছেলেটি মানসিক ভাবে অসুস্থ। এই অবস্থায় ছেলেটির কী করা উচিত? ভিডিয়োয় দর্শকদের কাছে প্রশ্ন রাখেন ঋষি।