ওপার বাংলা মেয়ে, বিপদ বুঝতে পেরে একদিন বিয়ের পিঁড়ি থেকে পালিয়ে এপার বাংলায় চলে এসেছিল ময়না। এক বনেদি বাড়ির গিন্নির হাত ধরে এই বাংলায় আশ্রয় পায় পূর্ব বাংলার ‘ময়না’। ঘটনাচক্রে বাড়ির ছেলে ‘রোদ্দুর’ বিয়ে করতে গিয়ে লগ্নভ্রষ্ট হতেই তাঁর সঙ্গেই একপ্রকার জোর করেই বিয়ে দিয়ে দেওয়া হল ময়নার। কিন্তু তারপর? দুই বাংলাকে এক সূত্রে বেঁধে এমনই এক গল্প নিয়ে শুরু হয়েছে জি বাংলার ধারাবাহিক 'পুবের ময়না'। যে চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐশানী দে।
সম্প্রতি Hindustan Times Bangla-র সঙ্গে নিজের সিরিয়াল 'পুবের ময়না' সহ নানান টুকিটাকি বিষয়ে কথা বললেন ঐশানী।
কেমন লাগছে এই 'পুবের ময়না' সিরিয়ালে কাজ করতে?
ঐশানী: এখন ভীষণই মজা করে শ্যুট করছি। এই একটু আগেই শ্যুট থেকে বাড়ি ফিরলাম (যখন কথা হচ্ছিল, তখন বাজে সন্ধে সাড়ে ৮টা)। এই কয়েকদিনে ওখানে সকলের সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়েছি। সকলের সঙ্গেই একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। শ্যুটিংয়ের ফাঁকে আমরা কিন্তু ভীষণ মজা করি। সবথেকে বড় কথা, আমার এই 'ময়না' চরিত্রটা ভীষণ পছন্দ হয়েছে।
'পুবের ময়না' সিরিয়ালটা দুই বাংলাকে জুড়ে দিয়েছে! কী বলবেন?
ঐশানী: এক্কেবারেই তাই। এটা দুই দেশ, দুই বাংলাকে জুড়ে একটা গল্প। আমার মনে হয়না যে সাম্প্রতিক সময়ে বাংলা সিরিয়ালে এধরনের গল্পের আধারে কোনও কাজ হয়েছ! এই গল্পটা বা 'ময়না' চরিত্রটাও একঘেয়ে নয়। ময়না ভীষণই উচ্চাকাঙ্খী একটা চরিত্র। ময়নার মধ্যে একটা জেদ আছে, যে ওর যেটা পাওয়ার সেটা ওকে অর্জন করতেই হবে, সেই সঙ্গে ভীষণই প্রাণোজ্জ্বল একটা চরিত্র এটা। তাই আমার মনে হয় দর্শকদের এই চরিত্র, এই গল্পটা ভালোলাগবে। পুবের ময়নার গল্পের সঙ্গে দর্শকরা নিজেদের কানেক্ট করতে পারবেন।
আরও পড়ুন-‘রোজগার যদি ২টাকা হয়…’ অকপটে স্বীকার করে নিলেন ‘পুবের ময়না’র গৌরব রায় চৌধুরী
‘ময়না’কে তো বাঙাল ভাষায় কথা বলতে হচ্ছে, তাতে কি আপনি স্বাচ্ছন্দ্য?
ঐশানী: নাহ। এই অ্যাকসেন্টের জন্যই আমার একটু অসুবিধা হচ্ছে। তবে এবিষয়ে আমাকে ওখানে সকলেই হেল্প করছেন। যাঁরা ওখানে রয়েছেন, তাঁরা সকলেই ভীষণ ‘হেল্পফুল’, আর তাই আমি সকলের কাছে কৃতজ্ঞ। গৌরবদাও (নায়ক গৌরব রায় চৌধুরী) আমাকে এবিষয়ে সাহায্য করছেন, কারণ, উনি নিজে বরিশালের।
যখন অডিশন হয়েছিল, আমি চিত্রনাট্য় দেখে তখন ভেবেছিলাম, এটা কী! তারপর শিখতে শিখতে কাজ করছি। এখনও শিখছি। ভাষার জন্য আমার ওপার বাংলার পুরনো কিছু সিনেমা দেখেছি বেশকিছু, কিছু বইও পড়েছি। সেইভাবেই উচ্চারণ করার চেষ্টা করছি, যাতে চরিত্রটা অনেক বেশি বাস্তব মনে হয়।
‘ময়না’র ঐশানী তো বাস্তবে ছাত্রী তাই তো?
ঐশানী: হ্যাঁ, আমি দ্বাদশ শ্রেণির ছাত্রী, বিডি মেমোরিয়াল স্কুলে (কামালগাছি) পড়ি। পরের বছর বোর্ডের পরীক্ষা। তাই অভিনয় পড়াশোনা দুটোই আমাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে। এটা একটু তো কঠিন বটেই। তবে মজাও লাগছে।