মাত্র দু'বছরের ব্যবাধানে দু-বার বিয়ের পিঁড়িতে বসেছেন দুর্নিবার সাহা। গত বৃহস্পতিবার রাতে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের ম্যানেজার ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দুর্নিবার। আর এই মুহূর্তে টলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে দুর্নিবারের দ্বিতীয় বিয়ে! বিয়ের পর্ব সারতেই চরম বিদ্রুপের মুখে দুর্নিবার, গায়ক ও তাঁর নতুন স্ত্রীর ছবিতে উপচে পড়ছে কুমন্তব্য। অন্য়দিকে দুর্নিবারের প্রাক্তন স্ত্রী, মীনাক্ষীর প্রতি সহমর্মিতা জানাচ্ছেন নেটিজেনরা।
কেউ দুর্নিবারকে ‘শ্রাবন্তীর পুরুষ ভার্সন’ বলে ট্রোল করছেন তো কেউ গায়ককে নিয়ে তাঁর প্রাক্তন স্ত্রীর এক বক্তব্য টেনে ব্যঙ্গ করছেন। মীনাক্ষীর ফেসবুকের দেওয়ালে এখনও দুর্নিবারের বেশ কিছু ছবি জ্বলজ্বল করছে। সেই ছবির মন্তব্য় বাক্সেই একজন লেখেন, ‘সারা বছর স্নান না করেই দু’টো বিয়ে, আর সারা বছর স্নান করেও বিয়ে না হওয়া আমি'। প্রসঙ্গত, দুর্নিবার দ্বিতীয় বিয়ে করতেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে গায়ক ও তাঁর প্রাক্তন স্ত্রীর বেশ কিছু ভিডিয়ো। মীনাক্ষীর হাত ধরে একাধিক বার দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হয়েছিলেন দুর্নিবার। তখনই ‘স্বামী’ (তৎকালীন)-র বদঅভ্যাসের কথা ফাঁস করেছিলেন মীনাক্ষী। তিনি জানান, দুর্নিবার নাকি মোটে স্নান করেন না। গায়ে জল ঢালতে ভারী অনীহা তাঁর। শীতকালে মাসভর আর গরমকালে কমপক্ষে এক সপ্তাহ স্নান না করে থাকেন দুর্নিবার। পারফিউম লাগিয়ে দিন সাতেক কাটিয়ে দিতে ওস্তাদ সে। এই কথা শুনে সেই সময় হাসি চেপে রাখতে পারেননি রচনা, তবে কে জানত এমন হাসিঠাট্টায় মজে থাকা জুটির বিয়ের বয়স হবে মাত্র কয়েকমাস!

ট্রোলড দুর্নিবার
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সাত পাক ঘুরেছিলেন মীনাক্ষী-দুর্নিবার, যদিও আইনি বিয়েটা ২০১৭-তেই সেরে ফেলেছিলেন তাঁরা। সেই পুরোনো ভিডিয়োর রেশ ধরেই দুর্নিবারকে ট্রোল করছে সকলে। একজন এমনটাও লেখেন, ‘বলছি, দুর্নিবার এখন স্নানটা করবেন তো? না হলে কিন্তু আপনার স্থায়ী হবে না।’
দ্বিতীয় বিয়ে নিয়ে লাগাতার ট্রোলড হয়ে অবশেষে জবাব দিয়েছেন দুর্নিবার। নতুন বউয়ের গালে আলতো চুমু খাওয়ার ছবি পোস্ট করে শনিবার ফেসবুকের দেওয়ালে তিনি লেখেন-- ‘যখন আমরা আলোর রোশনাইয়ে সাজাব, তখন কিছু লোকজন বোকার মতো কিছু মন্তব্য করবেন।’ বোঝাই যাচ্ছে নিন্দকদের পালটা জবাব দিলেন গায়ক। কিন্তু তাতেও থামবার নাম নেই নেটিজেনদের। দুর্নিবারের পোস্টের কমেন্ট বক্সেও গায়ককে কটূক্তি করতে ছাড়ছেন না ফেসবুক ইউজাররা।