মিঠাই-জ্বরে এখনও কাবু নেটদুনিয়া। সদ্য শেষ হওয়া ধারাবাহিকটি নিয়ে শুধু যে দর্শকরা একের পর এক পোস্ট করে চলেছেন তা নয়, পোস্ট আসছে তারকাদের থেকেও। শেষ আড়াই বছর দিনের বেশিরভাগ সময়টা যাদের সঙ্গে কাটিয়েছেন, তাঁদেরকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে বৈ কি! যা আবেগ হয়ে ছবি বা লেখায় ধরা পড়ছে ফেসবুক-ইনস্টাগ্রামে।
এর আগে মিঠাইরানি অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু আড়াই বছরের নানা মুহূর্ত ছবিতে পোস্ট করে নিয়েছেন ইনস্টাগ্রামে। এবার দুই সহ-অভিনেত্রীকে নিয়ে কলম ধরলেন শ্রী অর্থাৎ দিয়া মুখোপাধ্যায়। মন ভার করে দেওয়া একটি পোস্ট লিখলেন দুই বান্ধবীর জন্য।
দিয়া ইনস্টাগ্রামে তন্বী আর ঐন্দ্রিলার সঙ্গে দুটো ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘মিঠাই থেকে অনেক কিছু পেয়েছি... এই দুজনকেও, খুব কাছের। জীবনের অনেক গুলো ঘন্টা, অনেক রকম মানসিক ও শারীরিক অবস্থা কাটিয়েছি একসাথে, ওই ঘরটায়। একে অপরের দিকে শুধু তাকিয়েই বুঝিয়ে দিয়েছি অনেক না বলা কথা, বলা ভালো লুকানো কথা। অনেক অকারণ হাসি আছে ওই ঘরটায়। আজ বেশ অনেকদিন "অকারনে" হাসি না....’ আরও পড়ুন: মিঠাই শেষ করেই বেড়ুবেড়ু সোম-সিদ্ধার্থের! কোথায় চললেন আদৃত আর ধ্রুবজ্যোতি?
দিয়ার পোস্টে তন্বী কমেন্ট করলেন ‘কী ভালো লিখেছিস…’ আর ঐন্দ্রিলা লিখলেন, ‘তাহলে দিয়া, তন্বী, ঐন্দ্রিলা আবার কবে অকারণে হাসবে?’ জবাবে দিয়া লিখলেন, ‘আমি আর তন্বীদি দেখা করে হেসে নেব। তোকে ভিডিয়ো কল করব… হাসিস… কারণ প্ল্যান ক্যানসেল করার অস্কারটা তো তুই-ই পাবি।’ এক অনুরাগী কমেন্টে লিখলেন, ‘তোমাদের তিনজনের এই বন্ডিংটা আমার খুব ভালো লাগে। খুব মিস করবো তোমাদের সেই ছোটো ছোটো মূহূর্ত গুলো।’ আরেকজন লিখলেন, ‘বুকের ভিতরটা কেমন করে উঠল এই লেখাটা পড়ে। চোখটা ভিজেও গেল। কী সুন্দর লিখেছে শ্রীতমা। এত মিষ্টি একটা চরিত্র, এত্ত পজিটিভ। অনেক কিছু শিখিয়ে গিয়েছে।’ আরও পড়ুন: পরিচালক রাহুলের সঙ্গে ঝামেলায় হাতছাড়া হইচইয়ের ওয়েব সিরিজ, মুখ খুললেন শোলাঙ্কি