এই তো জুন মাসের কথা। নিজগামিতা বা সোলগ্যামির পথে হেঁটে তাক লাগিয়েছিলেন ক্ষমা বিন্দু। সমস্ত ফতোয়া, সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন গুজরাতের সেই তরুণী।
এ বার ক্ষমার দেখানো পথে হাঁটলেন মুম্বইয়ের টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী। কনিষ্কা সোনি।,নিজেকে বিয়ে করার সাহস দেখিয়ে শিরোনামে এলেন তিনি।
ইনস্টাগ্রামে একটি ছবি দেন কনিষ্কা। যাবতীয় চর্চার সূত্রপাত সেখান থেকেই। সাদামাঠা একটি টপ এবং ডেনিমে লেন্সবন্দি হয়েছেন 'দিয়া অউর বাতি হম'-এর অভিনেত্রী। তাঁর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। রহস্যের উদঘাটন হয় পোস্টের বিবরণীতে।
কনিষ্কা লেখেন, 'নিজেকে বিয়ে করেছি। কারণ নিজের সব স্বপ্ন আমি নিজেই পূরণ করেছি। আমি শুধুই নিজেকে ভালোবাসি। অনেক প্রশ্নের মুখোমুখি হচ্ছিলাম। উত্তর দিলাম। কোনও পুরুষের প্রয়োজন আমার নেই। একাই ভালো আছি। একাকিত্বে গিটারই আমার সঙ্গী।' কনিষ্কা মনে করেন, শিব এবং শক্তি— দুই’ই তাঁর মধ্যে বিরাজমান।(আরও পড়ুন: সময় লাগল ৪০ মিনিট, নিজেই নিজেকে পরালেন সিঁদুর! গুজরাতের ক্ষমার বিয়ের 'অন্য' ছবি একনজরে)
কনিষ্কার এই পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকেই। আবার নিজেকে বিয়ে করে ট্রোলের মুখেও পড়তে হয়েছে তাঁকে। ধেয়ে এসেছে অগুনতি কটাক্ষ। গানের মাধ্যমে যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী।(আরও পড়ুন: নিজেকেই বিয়ে করছেন তরুণী! ছাপা হল বিয়ের কার্ড, বললেন ‘প্রথা ভাঙার বিষয় এটা’)