
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বৃহস্পতিবার পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন রাহুল বৈদ্য আর দিশা পারমার। আর তারপর থেকেই দিশার প্রেগন্যান্সির জল্পনা সোশ্যাল মিডিয়ায়। এদিন রাহুলকে কালো টি-শার্ট আর ব্লু ডেনিমে দেখা গিয়েছিল। আর দিশা পরেছিলেন জিন্সের সাথে ওভারসাইজড কমলা রঙের শার্ট। আর তা দেখেই ‘দিশুল’ ভক্তরা অনুমান করে বসেন মা হতে চলেছেন দিশা।
প্রেগন্যান্সি নিয়ে জল্পনা শুরু হওয়ার আগেই তাতে জল ঢেলে দেন দিশা। বোঝা যায় এসব খবরে তিনি বেশ বিরক্ত, আর চান না কথা বাড়ুক। সোশ্যাল মিডিয়ায় দিশাকে পোস্ট করতে দেখা যায়, ‘আর কোনওদিন ওভারসাইজড শার্ট পরব না! আর যারা জানতে চান তাঁদের জন্য… আমি প্রেগন্যান্ট না।’
আপাতত ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায় ২’-তে অভিনয় করছেন দিশা, কো-স্টার নকুল মেহতার সাথে। নিউ এজ প্রিয়া আর রামের জুটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। এই জোড়িকে ভালোবেসে Ramya বলে ডাকা হয় সোশ্যাল মিডিয়ায়।
প্রেগন্যান্সির মতোই সিঁদুর না পরা নিয়ে যখন ট্রোল করার চেষ্টা হয় সোশ্যাল মিডিয়ায়, তখনও মুখের উপর জবাব দিতে দেখা গিয়েছিল রাহুল বৈদ্যর স্ত্রীকে। লিখেছিলেন, ‘আমার স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনের যখন এতে কোনও আপত্তি নেই, তখন আপনার এত মাথাব্যথা কেন!’
৳7,777 IPL 2025 Sports Bonus