বাংলা নিউজ > বায়োস্কোপ > Didi No 1: সস্তায় মাছ কিনতে সেলফির টোপ! দিদি নম্বর ওয়ানে অলিভিয়া বললেন, 'আমি অসুস্থ তাই তো...'
পরবর্তী খবর
Didi No 1: সস্তায় মাছ কিনতে সেলফির টোপ! দিদি নম্বর ওয়ানে অলিভিয়া বললেন, 'আমি অসুস্থ তাই তো...'
1 মিনিটে পড়ুন Updated: 21 Feb 2024, 12:15 AM ISTSubhasmita Kanji
Didi No 1: এদিন প্রিয় বন্ধুর সঙ্গে দিদি নম্বর ওয়ান খেলতে এসেছিলেন অলিভিয়া সরকার। সেখানেই তিনি জানালেন তাঁরা একসঙ্গে থাকলে কী কী মজা করেন।
প্রিয় বন্ধুর সঙ্গে দিদি নম্বর ওয়ান খেলতে এসেছিলেন অলিভিয়া সরকার
এদিন বন্ধুদের সঙ্গে নিয়ে দিদি নম্বর খেলতে এসেছিলেন ছোট পর্দার সমস্ত জনপ্রিয় অভিনেত্রীরা। সেখানেই বন্ধুকে পাশে নিয়ে অভিনেত্রী অলিভিয়া সরকার বলেন যে আমরা দুজনেই অসুস্থ। একই সঙ্গে ভাগ করে নেন সমস্ত মজার মজার কথা।
দিদি নম্বর ওয়ানে অলিভিয়া সরকার
এদিন দিদি নম্বর ওয়ানে খেলতে এসেছিলেন অলিভিয়া সরকার। সঙ্গে এসেছিলেন তাঁর প্রিয় বন্ধু। সেখানে তাঁরা জানালেন তাঁদের বন্ধুত্ব এখনও টিকে আছে কারণ তাঁরা অসুস্থ। এদিন অলিভিয়ার বন্ধু বলেন, 'আমিও ওই গ্রহেই থাকি। আমরা ওভাবেই একে অন্যের সঙ্গে জুড়ে গিয়েছি যে তোরও মাথার ঠিক নেই, আমারও মাথার ঠিক নেই।' সেটা শুনে হেসে গড়িয়ে পড়েন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি আবার বলেন, 'এভাবেই ৯ বছর কেটে গেল। বাকি যারা ছিল তারা আজ আর কেউ নেই। সবাই চলে গিয়েছে। কারণ তারা সুস্থ তো। আমরা অসুস্থ আমরা থেকে গিয়েছি। আমরা ছাড়িনি একে অন্যকে।'
এরপর অলিভিয়ার বন্ধু বলেন তিনি নাকি খুব ম্যাচিওর এবং দায়িত্ববান। তবে সেটা অন্যের প্রতি। আর কাউকে নিয়ে এতটাই দায়িত্ববান হয়ে পড়েন যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি বলেন, 'ও এমন এমন দায়িত্ব নিয়ে নেয় যে লোকজন বলে এতটা দরকার ছিল না। ভাবিনি এতটা। আর আমি হচ্ছি ওর বিবেক।'
এদিন অলিভিয়া আরও জানান তাঁরা একবার যখন সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন সেখানে তাঁরা জেলেদের সেলফির লোভ দেখিয়ে সস্তায় মাছ কিনেছিলেন তাঁদের দেখে। সেটা শুনেও সবাই হেসে ফেলেন।
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।