বাংলা সিনেমার ‘ছোট বউ’কে মনে আছে? আশির দশকের শেষে মুক্তি পেয়েছিল অঞ্জন চৌধুরী পরিচালিত এই ছবি। প্রসেনজিতের নায়িকা তথা ‘ছোট বউ’-এর চরিত্রে অভিনয় করেছিলেন দেবিকা মুখোপাধ্যায়। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি, আর দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছিল দেবিকা-প্রসেনজিৎ জুটি।
পর্দায় জুটির রসায়ন যেমন নজর কেড়েছিল, তেমনই চর্চা শুরু হয়েছিল প্রসেনজিৎ-দেবিকার অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও। নায়ক-নায়িকার চোখের চাউনিতে পর্দায় যে ভরপুর রোম্যান্স ধরা পড়েছিল, তা নাকি বাস্তবেও গড়িয়েছিল তবে কানাঘুষো শোনা যায়। কিন্তু সত্যি কি তাই? ‘বুম্বা’র সঙ্গে কি সত্যি প্রেম সম্পর্ক ছিল তাঁর? এতদিনে মুখ খুললেন দেবিকা মুখোপাধ্যায়।
প্রশ্ন শুনে দেবিকার সপার জবাব, ‘এটা নিয়ে আগেও অনেকে প্রশ্ন করেছে আমাকে। আমি যদি এটা বলি তাহলে নিজেকে খুব রোম্যান্টিক লাগবে। আমি হয়ত এইভাবে নিজের ইমেজটা আবার তুলে ধরব। কিন্তু এটা সত্যি নয়। বুম্বা খুব ভালো ছেলে, যদি তা নয় তাহলে ওতো দূর উঠে আসতো পারত না।’
ছোট বউ-এর অগাধ সাফল্যের পর সেভাবে রুপোলি পর্দায় আর দেখা যায়নি এই জুটিকে। নব্বইয়ের দশকে হাতে গোনা ছবি করেছিলেন দেবিকা। সেইসময় বিয়ে করে সংসারে মন দেন তিনি।
তাপস পাল, চিরঞ্জিৎ থেকে অভিষেক চট্টোপাধ্যায়, আশি ও নব্বইয়ের দশকে টলিউডের সব লিডিং হিরোর সঙ্গে কাজ করেছেন দেবিকা। স্বামী তাঁর প্রথম প্রেম নয়, অকপটে স্বীকার করে অভিনেত্রী জানিয়েছিলেন, নায়কের প্রেমে পড়েছেন তিনি। তবে কে সেই সহ-অভিনেতা তা ফাঁস করেননি। এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে বছর তিনেক আগে দেবিকা মুখোপাধ্যায় বলেছিলেন, ‘হ্যাঁ, প্রেম তো করেইছি। আমার জীবনে প্রথম পুরুষ তো আমার স্বামী নন।’ তিনি আরও বলেন, 'বলব না কার সঙ্গে প্রেম হয়েছিল। সে এখন পরিবার নিয়ে রয়েছে। এখন বললে অযথা আমার জন্য ঝগড়া হতে পারে...অকারণে কেস খেয়ে যাব। কিন্তু, ভালো তো বেসেছি'।
প্রসেনজিতের ব্যক্তিগত জীবন শুরু থেকেই চর্চায় থেকেছে। সহ-অভিনেত্রী তথা ছেলেবেলার বান্ধবী দেবশ্রী রায়কে ভালোবেসে বিয়ে করেছিলেন সেই বিয়ে টেকেনি। এরপর অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেন প্রসেনজিৎ। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে প্রেরণা। তবে বিয়ের চার বছর যেতে না যেতেই সম্পর্কে ভাঙন ধরে। এরপর নায়কের জীবনে অর্পিতা পালের এন্ট্রি। দু-দশকেরও বেশি সময় ধরে অর্পিতার সঙ্গে সুখী গৃহকোণ প্রসেনজিতের। তাঁদের একমাত্র পুত্র তৃষাণজিৎ।