প্রয়াত ‘বন্ড গার্ল’ ডিয়ানা রিজ। ষাটের দশকে জনপ্রিয় টিভি শো দ্য অ্যাভেঞ্জার্সের সুবাদে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন ডিয়ানা রিজ। সাম্প্রতিক সময়ে গেম অফ থ্রোনসে ওলেনা টাইরেলের ভূমিকায় দেখা মিলেছে ডিয়ানার। বৃহস্পতিবার চলে গেলেন ৮২ বছরের এই বর্ষীয়ান অভিনেতা। বন্ড সিরিজের ‘অন হার মেজেস্টিস সিক্রেট সার্ভিস’ ছবিতে অভিনয় করেছেন ডিয়ানা। ছোটপর্দা, বড়োপর্দার পাশাপাশি থিয়েটারেরও দীর্ঘদিন অভিনয় করেছেন ডিয়ানা।ডিয়ানা কন্যা রাচেল স্ট্রিরলিং আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমার প্রিয় মা আজ শান্তিতে ঘুমিয়ে পড়ল। আজ সকালে এই ঘটনাটি ঘটেছে। বাড়িতে পরিবারের উপস্থিতিতেই চিরবিদায় নিলেন মা’।তিনি যোগ করেন, ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেত্রী। জীবনের শেষ কয়েকটি মাস পরিবারের মানুষের সঙ্গে তাঁদের ভালোবাসার মাঝেই কাটিয়েছেন, জানান তাঁর কন্যা। গোটা পরিবার গর্বিত রুপোলি পর্দায় বর্ণময় অভিনয়ের যে ছাপ ডিয়ানা রেখে গেলেন তা নিয়ে।উত্তর ইংল্যান্ডে ডনকাস্টেরে জন্ম অভিনেত্রীর। মেয়েবেলায় বেশ কয়েক বছর ভারতেও কাটিয়েছেন অভিনেত্রী। রয়্যাল অ্যাকামেডি অফ ড্রামাটিক অ্যার্টে অভিনয়ের অভিনয়ের তালিম নেন ডিয়ানা। থিয়েটার দল রয়্যাল শেক্সপিয়ার কোম্পানিতে ১৯৫৯ সাল থেকে অভিনয় শুরু করেন ডিয়না রিজ। 'দ্য গ্রেস মাপেস কাপের লেডি হলিডে', ইভেল আন্ডার দ্য সান আরলেনা মার্শাল, স্নো হোয়াইট দ্য ইভেল কুইন, দ্য পেনটেডের মতো ছবিতে অভিনয় করেছেন ডিয়ানা রিজ। মুক্তির অপেক্ষায় রয়েছে এই বর্ষীয়ান অভিনেত্রীর শেষ ছবি দ্য লাস্ট নাইট সোহো।