
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
৮ ডিসেম্বর ৮৯ বছরে পা দিলেন ধর্মেন্দ্র। তাঁর জন্মদিন উপলক্ষে এদিন আবেগঘন বার্তা পোস্ট করলেন তাঁর বেটার হাফ হেমা মালিনী। দুই ছেলে ববি এবং সানি দেওলকে নিয়ে এদিন বর্ষীয়ান অভিনেতা ভাসলেন জন্মদিন উদযাপনের আনন্দে।
আরও পড়ুন: কনসার্টের মাঝে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বাঁচলেন এপি ধিলোঁ! নিমেষে ভাইরাল ভিডিয়ো
এদিন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র সানি দেওলের হাত ধরে হেঁটে আসছেন, আর সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এর একটি টেবিলের সামনে দাঁড়ান বর্ষীয়ান অভিনেতা। সেখানেই রাখা ছিল তাঁর বিভিন্ন পুরোনো সময়ের ছবি দিয়ে সাজানো একটি ছয়তলা কেক। সেখানে দাঁড়িয়ে ছেলের সঙ্গে পোজ দেন অভিনেতা, তারপর কাটেন সেই কেক।
এদিন ববি দেওলও তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন। ধর্মেন্দ্র তাঁর দুই ছেলে ববি এবং সানি দেওলকে তাঁদের হাত ধরে কাছে টেনে নেন। চুমু খান তাঁদের হাতে। এরপর তাঁরা দুজন মিলে তাঁদের বাবা ধর্মেন্দ্রকে একটি চেয়ারে বসিয়ে দেন।
এদিন ধর্মেন্দ্রকে একটি ব্রাউন শার্ট এবং কালো জ্যাকেট, প্যান্ট পরে থাকতে দেখা গিয়েছে। অন্যদিকে সানি দেওল পরেছিলেন সাদা শার্ট এবং জিন্স। ববিকে সাদা ভেস্ট এবং প্যান্ট পরে থাকতে দেখা যায়।
হেমা মালিনী এদিন স্বামীর জন্মদিন উপলক্ষে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে তিনি ধর্মেন্দ্রর একাধিক পুরোনো ছবি পোস্ট করে লেখেন, 'একটা উদযাপন করার মতো দিন। আমার স্বপ্নের পুরুষকে শুভ জন্মদিন। তোমার হৃদয় আমি যত্নের সঙ্গে ধরে রেখেছি, এডি আমারটা তুমি সেই তবে থেকেই যবে আমাদের প্রথম দেখা হয়েছিল। আমরা অনেক ওঠাপড়া, ভালো সময়, মন্দ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু তাও আমাদের একে অন্য়ের জন্য ভালোবাসা একই আছে।'
তিনি এদিন তাঁর পোস্টে আরও লেখেন, 'আগামী আরও অনেক দিন তোমার এই চার্ম দেখে মুগ্ধতায় কাটুক। ঈশ্বর তোমায় সুস্থ রাখুন। ভালো রাখুন।' কেবল হেমা মালিনী নন, তাঁর মেয়ে এশা দেওলও এদিন বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি সানি দেওলও।
আরও পড়ুন: মিলতে পারে বলিউডের তিন খানদান, সবচেয়ে বড় কোল্যাবের ইঙ্গিত দিলেন আমির খান
ববি দেওলও তাঁর এবং ধর্মেন্দ্রর একাধিক ছবি পোস্ট করে লেখেন, 'পাপা তোমায় অনেক ভালোবাসি। শুভ জন্মদিন।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports