দেব আর রুক্মিণী মৈত্রের জুটি খুবই জনপ্রিয়। রিয়েল লাইফ জুটিকে রিল লাইফে দেখতেও বেশ পছন্দ করেন দর্শকরা। আপাতত মুক্তির অপেক্ষায় এই জুটির নতুন সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। শরদিন্দুর রহস্য উপন্যাসের ব্যোমকেশ ও সত্যবতীর চরিত্রের মধ্যে রসায়ন বরাবরই মন কাড়ে পাঠকদের। সিনেমার পর্দাতেও বারবার ভালোবাসা পেয়ে এসেছে এই দুই জুটির খুনসুটি, রোম্যান্স।
বন্ধুত্ব দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় ব্যোমকেশের ছবি দিয়েই একে-অপরকে ভালোবাসা জানিয়ে গেলেন দেব আর রুক্মিণী। ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র দুটি ছবি শেয়ার করে দেব লিখলেন, ‘এই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক! #happyfriendshipday আমার একমাত্র সত্য।’ আরও পড়ুন: ১০ দিনে ১০০ কোটি! নিন্দুকের মুখে ছাই দিয়ে হিট আলিয়া-রণবীর রকি অউর রানি
আর রুক্মিণী আরও দুটি ব্যোমকেশের স্টিল দিয়ে লিখলেন, ‘এ যে বন্ধুত্বেরও বন্ধন… #happyfriendshipday প্রিয় ব্যোমকেশ।’ বান্ধবীর এই পোস্টে কমেন্ট করে দেব লিখলেন, ‘ধন্যবাদ আমার একমাত্র সত্য’।
দেবের হাত ধরেই ছবির জগতে পা রাখা রুক্মিণীর। প্রথম কাজ ‘চ্যাম্প’। এরপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’, ‘কিসমিস’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। টিভিতে ‘ডান্স ডান্স জুনিয়র’ও একসঙ্গে বিচার করেছেন তাঁরা। এবার তাঁদের একসঙ্গে দেখা যাবে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে। যা মুক্তি পাচ্ছে ১১ অগস্ট। এই সিনেমায় অজিত চরিত্রে অভিনয় করেছেন অম্বরীশ ভট্টাচার্য। আরও পড়ুন: ‘প্রচুর কথা বলে!’, দেব ফাঁস করল ‘বাঘা যতীন’ ছবিতে সিলেক্ট হয়েও বাদ পড়ে সৌমিতৃষা