
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দীপিকা পাড়ুকোন এখন বেজায় ব্যস্ত। একদিকে যেমন তাঁর জীবনের নতুন সফর অপেক্ষা করে আছে, শীঘ্রই মা হতে চলেছেন তিনি। তেমনই তাঁকে আগামীতে দেখা যাবে সিংঘম এগেন এবং কল্কি ২৮৯৮ এডি ছবিতে। আর এর মাঝেই এল আরেক সুখবর। জানা গেল ভারতে সবথেকে বেশি বার দেখার নিরিখে এই দশকের IMDb এর সেরা ১০০ তারকার তালিকার শীর্ষে আছেন দীপিকা পাড়ুকোন। তিনি ছাপিয়ে গিয়েছেন শাহরুখ খানকেও। হ্যাঁ একেবারেই তাই। ওম শান্তি ওম ছবির মাধ্যমে তিনি কিং খানের বিপরীতে ডেবিউ সেরেছিলেন।
এই সেরা ভারতীয় তারকাদের লিস্ট নির্মিত হয় বিশ্বজুড়ে IMDb এর মাসিক পেজ ভিউজ অনুযায়ী যা মাসে ২৫০ মিলিয়ন ছাড়িয়ে যায়।
এই খবর জানার পর এই বিষয়ে দীপিকা বলেন, 'আমি ভীষণ কৃতজ্ঞ এই লিস্টে থাকতে পেরে। এখানে বিশ্বের দর্শকদের সেন্টিমেন্ট ধরা পড়েছে। মানুষের সত্যিকারের পালস, পছন্দ এবং আগ্রহের কথা এখানে ধরা পড়ে।' তিনি এদিন একই সঙ্গে বলেন, 'এই রেকগনিশন সত্যিই সম্মানের এবং এটি আমায় আগামীতে আরও অনুপ্রেরণা জোগাবে ভালো ভালো কাজ করার জন্য। দর্শকদের সঙ্গে আরও বেশি যোগাযোগ স্থাপনের চেষ্টা করব সে অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন।'
আরও পড়ুন: সারেগামাপায় আসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, প্রথমদিনেই রাসবিহারীর সত্যজিতের গানে মন গলবে 'অযোগ্য' জুটির?
আরও পড়ুন: শুভর কণ্ঠে রফির গানে মেতে উঠল সুপারস্টার সিঙ্গারের মঞ্চ, মুগ্ধ নেহা সহ মেন্টররা কী করলেন?
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শাহরুখ খান। তৃতীয়তে আছেন ঐশ্বর্য রাই। আলিয়া ভাট আছেন চতুর্থ স্থানে। আর পঞ্চম স্থানে রয়েছেন ইরফান খান। হ্যাঁ, মৃত্যুর চার বছর পরেও সেরা পাঁচে তিনি তাঁর জায়গা ধরে রেখেছেন। এতে বোঝা যায় দর্শকরা তাঁকে কতটা মিস করেন।
বলিউডের দুই খান আমির এবং সলমন খানও এই তালিকার সেরা দশে আছেন। ভাইজান রয়েছেন অষ্টম স্থানে। আর ষষ্ঠ স্থানে মিস্টার পারফেকশনিস্ট। এছাড়া তালিকায় আছেন হৃতিক রোশন, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অমিতাভ বচ্চন, করিনা কাপুর, নয়নতারা, অজয় দেবগন, তৃপ্তি দিমরি, কমল হাসান প্রমুখ। এই তালিকায় হিন্দি তো বটেই তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ইন্ডাস্ট্রির একাধিক তারকার নাম আছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports