
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দাদাগিরি ১০ এর রবিবারের আসর জমে উঠেছিল খুদে প্রতিযোগীদের দুষ্টুমিতে। তাদের সঙ্গে খেলা মজাও মেতে ওঠেন খোদ দাদাও। সেখানে সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনার প্রসঙ্গ ওঠায় কী বললেন দাদা?
এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক খুদে প্রতিযোগীর সঙ্গে নাচ করতে দেখা যায়। তাও যে সে নাচ নয়। রীতিমত মাইকেল জ্যাকসনের মুন ওয়াক। সেই শিশুর সঙ্গে তিনিও দাদাগিরির মঞ্চ নেচে কাঁপান। এরপরই তাঁকে সেই শিশুটির সঙ্গে গল্প করতে দেখা যায়। সে কথায় কথায় জানায় যে খেলতে ভালোবাসে। অনেক 'ছোট' থেকেই নাকি ও ক্রিকেট খেলা শিখছে। তার কথায়, 'আমার সাত বছর বয়স থেকে আমি খেলা শিখছি। ক্রিকেট খেলতে আমি খুবই ভালোবাসি। আমি ব্যাট করতে পছন্দ করি। বড় হয়ে আমি সচিনের মতো হতে চাই।'
আরও পড়ুন: 'ফেসবুকের রাস্তায় না নেমে...' সন্দেশখালি ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের আহ্বান রুদ্রনীলের
আরও পড়ুন: দুর্দান্ত গেয়েও দীপন বাদ! ইন্ডিয়ান আইডল ১৪ -এর সেমি ফাইনালে বাংলার অনন্যা - শুভদীপ, আছেন আর কারা?
তখন তার কথা শুনে আরেক প্রতিযোগী বলেন, 'উফ। সচিনের থেকে দাদা ভালো খেলত রে। দাদা ভালো ব্যাটসম্যান। দাদার মতো হোস।' সেটা শুনে দাদা ওরফে সৌরভ গঙ্গোপাধ্যায় আনন্দে রীতিমত ডগমগ হয়ে ওঠেন। নিজের প্রশংসা শুনে মজা করে বলেন ওঠেন, 'এই ওকে বোনাস পয়েন্ট দাও।'
এদিন আরেক প্রতিযোগীও খেলতে খেলতে জানান সৌরভ তাঁকে খাওয়াবে বলে কথা দিয়েও খাওয়ায়নি। তার 'কাকাই' সৌরভ নাকি যেমন ব্যস্ত তেমনই কিপটে! এই কথা শুনে এদিন দাদাগিরি ১০ এর মঞ্চে হাসির ধুম পড়ে যায়। পড়ে ভুল শুধরে দাদা বলেন তিনি আদতে শিশুটির জ্যাঠা হন, কিন্তু সে তাঁকে কাকাই বলে ডাকে। তাঁরা একই পাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: করিনা - কৃতি - টাবুর ক্রুয়ের ফার্স্ট লুকের সঙ্গে হলিউড ছবির মিল! নেটপাড়া বলছে, 'ঠিক যেন...'
আরও পড়ুন: না ফেরার দেশে দঙ্গলের ববিতা, খবর পেয়েই সুহানির পরিবারের পাশে দাঁড়াতে ফরিদাবাদে ছুটে গেলেন আমির
প্রসঙ্গত দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports