Dadagiri 10: ‘পর্দা পর্দা…’ গানে জমিয়ে নাচ সৌরভের! ডোনা নন, তাহলে দাদার ‘ডান্স টিচার’ কে?
1 মিনিটে পড়ুন Updated: 17 Oct 2023, 05:49 PM ISTDadagiri 10: বাদল বর্ষা বিজুলির পর এবার পর্দা পর্দা গানে নাচ সৌরভের।
সৌরভের ডান্স টিচার অনুষ্কা
সৌরভের ডান্স টিচার অনুষ্কা
জমে উঠেছে দাদাগিরি-র আসর। নাচে-গানে-আড্ডায় মঞ্চ মাতাচ্ছেন মহরাজ। কখনও ব়্যাম্প ওয়াক, কখনও লর্ডসের স্মৃতি উস্কে জার্সি ওড়ানো থেকে ভাইরাল গানে নাচ, দাদাগিরি-র ১০ নম্বর সিজন শুরুতেই জমে ক্ষীর! সকলকে চমকে দিয়ে পুজোর আগেই শুরু হয়ে গিয়েছে সৌরভ সঞ্চালিত এই গেম শো। টিআরপি তালিকায় শুরুতেই ছক্কা হাঁকিয়েছে ‘দাদাগিরি’। গত সপ্তাহেও দাদার মঞ্চে হাজির ছিলেন ‘বাঘা যতীন’ দেব। ছিলেন সৃজা, রূপম, ইমনরা। আর চলতি সপ্তাহে জি বাংলা সারেপাগামাপা-র তারকা গায়করা হাজির হবেন মঞ্চে। সেই প্রোমো এসে গেল। আরও পড়ুন-দাদাগিরি-র খুদে বিজয়ীর নাচে মুগ্ধ শুভমন-কুলদীপরা! সৌরভের সই করা ব্যাট-সহ আর কী উপহার পেল সে?