ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দনা অভিনীত 'ছাবা' পঞ্চম সপ্তাহেও বক্স অফিস কাঁপাচ্ছে। ছবিটি চলতি বছরের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী ছবি তো বটেই, তাছাড়াও বর্তমানে এর কালেকশন শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর কালেকশনকেও পিছনে ফেলে দিয়েছে!
আরও পড়ুন: 'তুঝ মে রব দিখতা হ্যায়…' সৌরভের বাহুলগ্না হয়ে লিখলেন অলিভিয়া! 'তোমরা কি ডেট করছ?' প্রশ্ন নেটিজেনদের
ছাভা বক্স অফিস কালেকশন
স্যাকনিল্ক অনুসারে, ছবিটি পঞ্চম রবিবারে ৩১ দিনে বক্স অফিসে ৮ কোটি টাকা আয় করেছে। যার মধ্যে হিন্দিতে ৭.২৫ কোটি এবং তেলেগুতে ০.৭৫ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে ছবির মোট আয় এসে দাঁড়িয়েছে ৫৬২.৬৫ কোটি টাকায় (হিন্দি: ৫৪৮.৭ কোটি এবং তেলেগু: ১৩.৯৫ কোটি )। ছাভা ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল।
আরও পড়ুন: আদুর গায়ে নায়ক, বরের গায়ে লেপটে শ্বেতা! ছবি শেয়ার করে রুবেল লিখলেন, ‘বউ যখন…’
ছাভা রণবীর কাপুরের অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ২০২৩ সালের ব্লকবাস্টার ক্রাইম ড্রামা ‘অ্যানিম্যাল’-এর ঘরোয়া বক্স অফিস কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। 'অ্যানিম্যাল' প্রেক্ষাগৃহে ৫৫৩.৮৭ কোটি টাকা আয় করেছিল। এই ছবিটি মোট পাঁচটি ভাষায় মুক্তি পায় হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম।