কিছুদিন আগেই দুজন দুজনের সহ্য করতে পারতেন না, মিডিয়ার সামনে কান্নাকাটি, একে অন্যকে দোষ দিয়েছেন, এখন সেই সমস্ত খারাপ স্মৃতি ভুলে ফের স্বাভাবিক জীবনে ফিরেছেন চারু আসোপা এবং তাঁর স্বামী রাজীব সেন। তাঁরা কিছু মাস যাবৎ আলাদা থাকছিলেন। নানা সমস্যা তৈরি হয়েছিল তাঁদের মধ্যে। কিন্তু এখন অভিনেত্রী জানালেন যে তাঁদের মধ্যে সমস্ত সমস্যা মিটেছে, এবং সম্পর্ক ফের স্বাভাবিক হয়েছে। একটি সাক্ষাৎকারে চারু জানান তাঁদের সন্তান জিয়ানার জন্য তাঁদের মধ্যে সম্পর্ক অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। তাঁরা কেউই চান না জিয়ানা মা-বাবার ঝগড়া, অশান্তি দেখতে দেখতে বড় হোক। শুধু তাই নয়, তিনি আরও বলেন, এতদিন তাঁরা একে অপরকে যত খারাপ কথা বলেছেন সেটা নিয়েও অনুতপ্ত বোধ করছেন।২০১৯ সালে চারু এবং রাজীব বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর চলতি বছরের শুরুর দিকে তাঁরা তাঁদের আলাদা থাকার বিষয়টা প্রকাশ্যে আনেন। কিন্তু পরে জানান যে না, তাঁরা তাঁদের সম্পর্কটাকে বাঁচানোর জন্য আরও একটা সুযোগ দিতে চান, আরও একবার চেষ্টা করতে চান। যদিও ফের তাঁরা গতমাসে জানান যে তাঁরা আবারও আলাদা হয়ে গিয়েছেন। চারু জানিয়েছিলেন তিনি যখন গর্ভবতী ছিলেন তখন নাকি রাজীব তাঁকে ঠকিয়েছেন।টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সদ্য একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, 'হ্যাঁ, এখন আমার আর রাজীবের মধ্যে সমস্যা মিটেছে, সম্পর্ক এখন স্বাভাবিক। আমরা আমাদের মেয়ের জন্য চাই এরম সুস্থ সম্পর্ক টিকিয়ে রাখতে। জিয়ানা বড় হচ্ছে, সে ধীরে ধীরে সবটা বুঝতে শিখছে। আর আমি তাই চাই না এমন কিছু হোক না ওর উপর খারাপ প্রভাব ফেলে।'তিনি আরও বলেন, 'এর মধ্যে দুই তরফে অনেক কথা হয়েছে, ও বড় হয়ে সব দেখবে, জানবে। আমি আর রাজীব দুজনেই এখন বিষয়টা নিয়ে অনুতপ্ত। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। কিন্তু যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদের দ্রুত সামলে উঠে এগিয়ে যেতে হবে।'গতমাসে রাজীব তাঁর একটি ব্লগে বলেন, 'আমার সঙ্গে ওর যোগাযোগ আছে, আর আমি আমার তরফে ওর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করছি। আমি ওকে ভালো ভালো হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই। ওকে বোঝানোর চেষ্টা করি ওর পাশে আছি। এটা দেখার চেষ্টা করি যাতে জিয়ানা ভালো থাকে।'